IMD Weather Update: শুক্র থেকে বৃষ্টি বাড়বে, কলকাতা-সহ দক্ষিণের ১০ জেলায় নিম্নচাপ-ঘূর্ণাবর্তের চোখরাঙানি! আবহাওয়ার মন খারাপ করা আপডেট
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: অষ্টমীর ঘূর্ণাবর্তে কি নবমীর রাত থেকে দশমীতে ভাসবে বাংলা? বিস্তারিত জানাবে আবহাওয়া দফতর।
advertisement
1/7

★কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিবৃষ্টির আতঙ্ক এখনও কাটেনি। এদিকে পুজো একেবারে কড়া নাড়ছে দরজায়। কেমন থাকবে আবহাওয়া? আপডেট দিলেন হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/7
★জোড়া নিম্নচাপের পর অষ্টমীতে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে। শনিবার এর প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি মেঘলা আকাশ। অষ্টমীর ঘূর্ণাবর্তে কি নবমীর রাত থেকে দশমীতে ভাসবে বাংলা? কাল বিস্তারিত জানাবে আবহাওয়া দফতর।
advertisement
3/7
★উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল সেটি ক্রমে শক্তি হারাচ্ছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে; এটি বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটি পশ্চিম দিকে এগিয়ে শনিবার দক্ষিণ-ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে গভীর নিম্নচাপ রূপে। ৩০ সেপ্টেম্বর আরও একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।
advertisement
4/7
★আগামী পাঁচ থেকে সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে।
advertisement
5/7
★শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার মেঘলা আকাশ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। ৩০ সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
advertisement
6/7
★কলকাতায় আগামী দু'দিন রোদের দেখা মিললেও মেঘলা আকাশ, কখনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল ২৫ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার মেঘলা আকাশ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/7
★উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)