IMD Weather Update: নবমীতে নিম্নচাপ? বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলা, আবহাওয়ার বড় আপডেট
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: পুজোর মধ্যেই আবার নিম্নচাপ! আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা ১ অক্টোবর, অর্থাৎ নবমীর দিন।
advertisement
1/7

পয়লা অক্টোবর থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায়, সেই কথা মাথায় রেখে রাজ্য একাধিক জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।" পরিস্থিতি লক্ষ্য করে আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করেছি। সংশ্লিষ্ট সকল বিভাগকে সতর্ক রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন," জানিয়েছেন এক কর্মকর্তা।
advertisement
2/7
সারারাত নজরদারি নিশ্চিত থাকছে। ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর, ২০-২৪ অক্টোবর এবং ২৭-২৮ অক্টোবর পর্যন্ত উৎসবের মরশুমে জুড়ে নিয়ন্ত্রণ কক্ষটি কার্যকর থাকবে," কর্মকর্তা জানিয়েছেন।
advertisement
3/7
পুজোর মধ্যেই আবার নিম্নচাপ! আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা ১ অক্টোবর, অর্থাৎ নবমীর দিন।
advertisement
4/7
নবমীর নিম্নচাপে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি হবে। নবমীর রাতেই হাওয়া বদলের সম্ভাবনা। দশমী ও একাদশী ভাসতে পারে কলকাতা-সহ বাংলার বেশ কিছু জেলা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ১ এবং ২ অক্টোবর। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
5/7
দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে উপকূলের জেলাগুলির পুজোমণ্ডপে। দশমীতে দক্ষিণবঙ্গে এবং একাদশীতে ঝড় বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গে বেশি। শনিবার থেকে বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে। রবিবার কার্নিভালের দিন বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে ৷
advertisement
6/7
মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মূলত আংশিক মেঘলা আকাশ এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়া। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দশমীর দিনও। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে ৷
advertisement
7/7
দক্ষিণ ২৪ পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দশমী এবং একাদশীর দিন ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা।