IMD Weather Update: পুজোয় ভিলেন বৃষ্টি! পঞ্চমী থেকে দশমী রোজ বৃষ্টি? আবহাওয়ার বড় খবর
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা! তার আগে মহালয়ার পরদিন ঘূর্ণাবর্তের প্রভাব। দশমীতেও ফের ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপের আশঙ্কা তৈরি করছে।
advertisement
1/8

★পুজোর আর এক সপ্তাহ বাকি। কিন্তু বৃষ্টির ভ্রুকুটি রয়েছে বাংলা জুড়ে। আজকের আবহাওয়া কেমন থাকবে? আপডেট দিলেন হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/8
★নিম্নচাপ হচ্ছে। উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পঁচিশে সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হবে। পরবর্তীতে গভীর নিম্নচাপে হওয়ার সম্ভাবনা।
advertisement
3/8
★পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা! তার আগে মহালয়ার পরদিন ঘূর্ণাবর্তের প্রভাব। দশমীতেও ফের ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপের আশঙ্কা তৈরি করছে। পরপর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপে এবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে।
advertisement
4/8
★মহালয়াতে সকাল সকাল তর্পণ করে নিন। মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ; আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
advertisement
5/8
★দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ ও ২৫ সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে।
advertisement
6/8
★২৫ থেকে ২৬ সেপ্টেম্বর এর মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টি। বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
advertisement
7/8
★২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বৃষ্টি। নবমীর রাত থেকে দশমীর দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলাতে।
advertisement
8/8
★উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোয়। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)