TRENDING:

IMD Weather Update: নিম্নচাপ চোখ রাঙাচ্ছে, হচ্ছে আরও গভীর, ফুঁসবে সমুদ্র, শনিবার বাংলায় কোন অশনি সংকেত

Last Updated:
West Bengal Weather Update: বঙ্গে নিম্নচাপের খেলা শুরু, হু হু হাওয়া, ভারী বৃষ্টির অ্যালার্ট জারি, তোলপাড় কবে, কোথায় এই সুগভীর নিম্নচাপের অভিমুখ উত্তর ওড়িশা ও বাংলা উপকূল৷ ফলে শুক্রবার থেকে যে হাওয়া বদল শুরু হয়েছে তা জারি থেকে শনি ও রবিবার উইকএন্ডে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির অশনি সংকেত৷
advertisement
1/9
নিম্নচাপ চোখ রাঙাচ্ছে, হচ্ছে আরও গভীর, ফুঁসবে সমুদ্র, শনিবার বাংলায় অশনি সংকেত
: বঙ্গে নিম্নচাপের খেলা শুরু৷ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং পূর্বমধ্যবঙ্গোপসাগরে ফুঁসছে৷ এই নিম্নচাপের দাপট আরও বাড়বে ইতিমধ্যেই ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি৷ এই নিম্নচাপ সুগভীর নিম্নচাপে পরিণত হবে৷
advertisement
2/9
এই সুগভীর নিম্নচাপের অভিমুখ উত্তর ওড়িশা ও বাংলা উপকূল৷ ফলে শুক্রবার থেকে যে হাওয়া বদল শুরু হয়েছে তা জারি থেকে শনি ও রবিবার উইকএন্ডে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির অশনি সংকেত৷
advertisement
3/9
শুক্রবারও দফায় দফায় দক্ষিনবঙ্গের সবজেলাতেই ইতঃস্তত -বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে৷ শনিবার থেকে একাধিক জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টিও। সঙ্গে থাকবে দমকা হাওয়া এবং বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট।  দক্ষিনবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এবং আগামীকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
advertisement
4/9
মেঘলা আকাশ ও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতেও। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলে বেশি বৃষ্টির আশঙ্কা। কাল থেকে বাড়বে বৃষ্টি। শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে জারি থাকবে দামাল বৃষ্টির স্পেল।
advertisement
5/9
মায়ানমার উপকূলে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আজ বঙ্গোপসাগরে  নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে মঙ্গলবার থেকে যে উষ্ণ -আর্দ্র আবহাওয়া চলছিল তা পুরো ১৮০ ডিগ্রি বদলে বাংলায় বৃষ্টি বাড়বে।
advertisement
6/9
কলকাতায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮০ শতাংশ৷  স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তি দুপুর পর্যন্ত থাকলেও বিকেল থেকে হাওয়া বদল। হুহু করে ঠাণ্ডা হাওয়া বইছে৷ পাশাপাশি সঙ্গী বিক্ষিপ্ত বৃষ্টি৷
advertisement
7/9
তবে দক্ষিণবঙ্গে হঠাৎ করে হাওয়া বদল হলেও  উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে এবং জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
advertisement
8/9
শনিবার ভারী বৃষ্টির আশঙ্কায় অ্যালার্ট জারি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। শনিবার থেকে মঙ্গলবার মেঘলা আকাশ ও বৃষ্টির আবহাওয়া থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
9/9
কলকাতায় শনিবার সকাল থেকেই আকাশ ঘন কালো মেঘে ঢাকবে৷  আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে৷ শুক্রবার বিকেল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির খেলা শুরু হয়েছে৷ এছাড়াও শনিবার থাকছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারের থেকেও বাড়বে বৃষ্টি। শনিবার থেকে সোমবার ভাল বৃষ্টির আশঙ্কা কলকাতা ও সংলগ্ন দুই চব্বিশ পরগণাতেও৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: নিম্নচাপ চোখ রাঙাচ্ছে, হচ্ছে আরও গভীর, ফুঁসবে সমুদ্র, শনিবার বাংলায় কোন অশনি সংকেত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল