TRENDING:

West Bengal Cold wave Alert: কাঁপিয়ে দিচ্ছে কনকনে ঠান্ডা.. রাজ্যে জারি কোল্ড ওয়েভ অ্যালার্ট! তারপরেই বৃষ্টিতে ভিজবে কলকাতা..কবে?

Last Updated:
আবহাওয়াবিদেরা জানাচ্ছিলেন, পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়া ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল উত্তর-পশ্চিম ভারত থেকে আসা একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা৷ অবশেষে, সেই ঝঞ্ঝা কেটে যাওয়ায় পরিষ্কার হয়েছে উত্তুরে হাওয়া ঢোকার রাস্তা৷ আর তাতেই মকর সংক্রান্তির আগে চিরাচরিত নিয়ম মেনে বঙ্গে হাজির হয়েছে হাড় কাঁপানো ঠান্ডা৷
advertisement
1/9
কাঁপিয়ে দিচ্ছে কনকনে ঠান্ডা.. জারি কোল্ড ওয়েভ অ্যালার্ট! কবে বৃষ্টি কলকাতায়?
স্লগ ওভারে খেলতে নেমেছে শীত৷ আরও বেশ কয়েকদিন জাঁকিয়ে শীত পড়ছে রাজ্যে৷ পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও এক থেকে দু’ডিগ্রি কমতে পারে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস।
advertisement
2/9
আবহাওয়াবিদেরা জানাচ্ছিলেন, পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়া ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল উত্তর-পশ্চিম ভারত থেকে আসা একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা৷ অবশেষে, সেই ঝঞ্ঝা কেটে যাওয়ায় পরিষ্কার হয়েছে উত্তুরে হাওয়া ঢোকার রাস্তা৷ আর তাতেই মকর সংক্রান্তির আগে চিরাচরিত নিয়ম মেনে বঙ্গে হাজির হয়েছে হাড় কাঁপানো ঠান্ডা৷
advertisement
3/9
জানুয়ারি মাস পড়ে গেলেও বৃহস্পতিবার পর্যন্ত চেনা শীতের দেখা মেলেনি চলতি মরসুমে। তাপমাত্রার পারদ ঘোরাফেরা করেছে ১৬ থেকে ১৭ ডিগ্রির আশপাশে। ডিসেম্বরেও শীত তেমন ছিল না। গত মাসের মাঝামাঝি সময়ে কয়েক দিনের জন্য কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল। তবে তার পর আবার পারদ উঠেছে চড় চড় করে। তারপর ঝঞ্ঝা কাটতেই শীত এল বঙ্গে৷
advertisement
4/9
তবে, এই শীতের সুখ বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর৷ আগামী ৫ দিন তাপমাত্রা কম থাকবে বলে জানা গিয়েছে৷ পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে রবিবার৷ কলকাতা সহ শহরতলির তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কম থাকছে৷
advertisement
5/9
আবহাওয়া দফতর জানিয়েছে, মকর সংক্রান্তির পর থেকেই পাল্টাতে শুরু করবে আবহাওয়া৷ ১৬ জানুয়ারি থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ওইদিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। তবে সেদিন দক্ষিণবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। তবে এই বৃষ্টির মরসুম চলবে ১৭ এবং ১৮ জানুয়ারিতেও৷
advertisement
6/9
আগামী ১৭ এবং ১৮ জানুয়ারি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
7/9
সোম মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে হাই প্রেশার জোন। আপাতত, দু’দিন উত্তর-পশ্চিমের শীতল হওয়া। মঙ্গলবার থেকে বাড়বে পূবালি হওয়ার প্রভাব বাড়বে। বৃহস্পতিবারের মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে।
advertisement
8/9
মঙ্গলবার বঙ্গোপসাগরের হাই প্রেশার জোন থেকে জলীয় বাষ্প ঢুকবে পূবালি হাওয়ায় ভর করে বাংলায়। অন্যদিকে পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে এসে ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করবে। এই দুই বিপরীত হওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা বাংলায়।
advertisement
9/9
দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতাতেও বুধ ও বৃহস্পতিবার এর মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Cold wave Alert: কাঁপিয়ে দিচ্ছে কনকনে ঠান্ডা.. রাজ্যে জারি কোল্ড ওয়েভ অ্যালার্ট! তারপরেই বৃষ্টিতে ভিজবে কলকাতা..কবে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল