TRENDING:

Kolkata Winter Forecast: কলকাতা থেকে কি বিদায় নিল শীত? নাকি ফিরবে হাড়কাঁপানো ঠান্ডা? জানুন রাজ্যে কোথায়, কবে বৃষ্টির পূর্বাভাসও

Last Updated:
Kolkata Winter Forecast: রাতারাতি শীত-কুয়াশা উধাও হয়ে চারদিকে যেন বসন্তের আমেজ
advertisement
1/7
কলকাতা থেকে বিদায় শীতের? নাকি ফিরবে ঠান্ডা? জানুন রাজ্যে কোথায়, কবে বৃষ্টি
দরজায় কড়া নাড়ছে ফাল্গুন। তবে খাতায় কলমে এখনও জারি মাঘমাস। কিন্তু আচমকাই বদলে গিয়েছে আবহাওয়া। রাতারাতি শীত-কুয়াশা উধাও হয়ে চারদিকে যেন বসন্তের আমেজ।
advertisement
2/7
তাহলে কি হাড়কাঁপানো শীতের মরশুম শেষের মুখে? আবহাওয়া দফতরের পূর্বাভাসে সেরকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। বরং দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি।
advertisement
3/7
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সোমবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির বেশি হবে না বলে ধারণা আবহবিদদের।
advertisement
4/7
সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে। সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।
advertisement
5/7
মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি বৃষ্টিহীন থাকবে বলে জানানো হাওয়া অফিস সূত্রে।
advertisement
6/7
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতও হতে পারে। পাশাপাশি, হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে। তবে মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
7/7
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিন রাজ্যের সর্বত্র ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে শীত আবার ফিরবে কি না, তার কোনও নিশ্চয়তা দেননি আবহবিদরা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Winter Forecast: কলকাতা থেকে কি বিদায় নিল শীত? নাকি ফিরবে হাড়কাঁপানো ঠান্ডা? জানুন রাজ্যে কোথায়, কবে বৃষ্টির পূর্বাভাসও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল