IMD Weather Forecast: নিম্নচাপের কবলে কলকাতা, বৃষ্টির হাত থেকে রেহাই কবে? কী বলছে হাওয়া অফিস?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata Weather Update:সকাল থেকেই আকাশের মুখ ভার। নাগাড়ে বৃষ্টি শহর জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এমনই বৃষ্টি হবে দিনভর কলকাতা সহ পাঁচ জেলায়।
advertisement
1/12

সকাল থেকেই আকাশের মুখ ভার। নাগাড়ে বৃষ্টি শহর জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এমনই বৃষ্টি হবে দিনভর কলকাতা সহ পাঁচ জেলায়। আগামী এক ঘন্টায় নিবিড় বৃষ্টির সতর্কতা।
advertisement
2/12
এখনই থামছে না বৃষ্টি-বিভীষিকা।বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করবে। আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি ঝাড়খণ্ডে যাবে।
advertisement
3/12
যদিও আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, সপ্তাহের শেষ লগ্নে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে যার ফলে, কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
advertisement
4/12
কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টি হবে রবিবার সারা দিন।
advertisement
5/12
এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাংলার পর ঝাড়খণ্ড, বিহারে অতিবৃষ্টি নতুন করে নীচু এলাকায় প্লাবনের কারণ হতে পারে।
advertisement
6/12
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার ভারী বৃষ্টি অন্তত ৬ জেলাতে। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি বীরভূম পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
advertisement
7/12
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রের ভিতরে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি হাওয়া অফিসের। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
advertisement
8/12
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পুরোপুরি ঝাড়খণ্ড হয়ে বিহারে সরে যাবে এই নিম্নচাপ, জানানো হয়ে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে, অভিমুখ মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ।
advertisement
9/12
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
advertisement
10/12
রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
advertisement
11/12
আগামী ৬ ঘণ্টায় এই মেঘভাঙ্গা বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
12/12
আগামী ২৪ ঘণ্টায় পুরোপুরি ঝাড়খণ্ড হয়ে বিহারে সরে যাবে এই নিম্নচাপ, জানানো হয়ে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে, অভিমুখ মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ।