TRENDING:

IMD Weather Alert: ১৮ বছরে কলকাতায় এই প্রথমবার! আগামী ২৪ ঘণ্টায় বিরাট ভোলবদল...! ১-২-৩ কেমন থাকবে আবহাওয়া? IMD দিল বিরাট আপডেট

Last Updated:
IMD Weather Alert: বছরের প্রথম দিনে জমিয়ে শীতের আমেজ কলকাতায়। ১৮ বছর পর ফের শীতলতম বর্ষবরণ কলকাতায়। এর আগে ২০০৮ সালে আলিপুরের পারদ ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। তারপর আর হয়নি। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
1/9
১৮ বছরে কলকাতায় এই প্রথমবার! আগামী ২৪ ঘণ্টায় বিরাট ভোলবদল...! ১-২-৩  কেমন থাকবে আবহাওয়া
*পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। দক্ষিণবঙ্গে বইবে দক্ষিণা বাতাস। তাপমাত্রা সামান্য বাড়বে। আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে আগামী ২-৩ দিনে। কলকাতায় আগামীকাল ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে পারদ। জানুয়ারির প্রথম দু-তিনদিনে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
advertisement
2/9
কলকাতায় মরসুমের শীতলতম দিন আজ। কলকাতার তাপমাত্রা ১২.৯ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস নিচে। মরশুমে প্রথম ১২ ডিগ্রিতে তাপমাত্রা।
advertisement
3/9
ডুয়ার্সে ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ডিগ্রি সেলসিয়াস।আলিপুরদুয়ারে কুয়াশায় ঢাকা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।কোচবিহারে কুয়াশায় ঢাকা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস উত্তরদিনাজপুরে বেশ ঠাণ্ডা। কুয়াশার দাপট। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। ইসলামপুরে কুয়াশায় ঢাকা আকাশ, কনকনে ঠাণ্ডা। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/9
*মঙ্গলবার ছাড়া, গত শুক্র ও শনিবার ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল তাপমাত্রা। গতকাল মঙ্গলবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। ফলে দিনভর হাড়কাঁপুনি ঠান্ডা কলকাতায়। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
advertisement
5/9
*দক্ষিণবঙ্গে কুয়াশা আর উত্তরবঙ্গে তুষারপাত। আলিপুরের নববর্ষ উপহার। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতে বর্ষবরণ! বৃষ্টি হবে দার্জিলিং-সহ উপরের চার-পাঁচ জেলায়। আর দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে উষ্ণতা ঘন হবে কুয়াশার ঘনঘটা। বর্ষবরণে দুই বঙ্গের এইরকম পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
6/9
★উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতে বর্ষবরণ! আর দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে উষ্ণতা ঘন হবে কুয়াশার ঘনঘটা। বর্ষবরণে দুই বঙ্গের এইরকম পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
7/9
★কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। তারপর ধীরে ধীরে বাড়বে সামান্য তাপমাত্রা। থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে সামান্য। তাপমাত্রা বাড়বে ২ ডিগ্রি সেলসিয়াস। বর্ষবরণের দিন ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে থাকতে পারে তাপমাত্রা।সকালের দিকে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। (বিশ্বজিৎ সাহা)
advertisement
8/9
★কলকাতা ও সংলগ্ন এলাকায় সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নামবে। ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে নামবে। তার পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা একই রকম থাকবে।
advertisement
9/9
★দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা-সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশা। রবি ও সোমবার কুয়াশা থাকবে সকালে। দৃশ্যমানতা ২০০ থেকে ৫০০ মিটারে নেমে আসতে পারে। তবে ঘন কুয়াশা সতর্কবার্তা নেই। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Alert: ১৮ বছরে কলকাতায় এই প্রথমবার! আগামী ২৪ ঘণ্টায় বিরাট ভোলবদল...! ১-২-৩ কেমন থাকবে আবহাওয়া? IMD দিল বিরাট আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল