IMD Weather Alert: বইবে হু হু করে প্রবল হাওয়া, আবহাওয়ার তুলকালাম, ধাঁইধাঁই করে তাপমাত্রায় বদল, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update: প্রায় পাঁচ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। রাজ্য জুড়ে ই রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমল। আগামী ২৪ ঘণ্টায় আরো কিছুটা কমবে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার পর্যন্তই এই পরিস্থিতি থাকবে।
advertisement
1/9

কলকাতা: আগামী মঙ্গলবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
advertisement
2/9
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
advertisement
3/9
বুধবার পর্যন্ত ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে হাওয়া (strong surface wind) বইবে উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায়। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লির কিছু অংশ এবং উত্তরপ্রদেশে এই হাওয়ার প্রভাব পড়বে।
advertisement
4/9
মঙ্গলবার থেকে বৃহষ্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর লাদাখ ও মুজাফফরাবাদ এলাকায়। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা বৃহস্পতিবার এর মধ্যে অরুণাচল প্রদেশে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে অসম এবং নাগাল্যান্ডের কিছু এলাকায়।
advertisement
5/9
তাপমাত্রার ফের পরিবর্তন হবে। পূর্ব ভারতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে।পরবর্তী দু-তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। মধ্য ভারতে তাপমাত্রা কমবে। মঙ্গলবার এর মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে।
advertisement
6/9
প্রায় পাঁচ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। রাজ্য জুড়ে ই রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমল। আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা কমবে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার পর্যন্তই এই পরিস্থিতি থাকবে। শীতের হালকা আমেজ কলকাতা ও সংলগ্ন এলাকায়। জেলায় জেলায় আগামী ৪৮ ঘণ্টা শীতের আমেজ। বৃহস্পতিবার থেকে পারদ ক্রমশ উর্ধ্বমুখী হবে। এই মরসুমের মত কার্যত শীতের বিদায়।
advertisement
7/9
উত্তরবঙ্গে কুয়াশার দাপট। পার্বত্য এলাকার জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পংএ হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হালকা মাঝারি কুয়াশা। ঘন কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে দু একটি জেলার কিছু অংশে।
advertisement
8/9
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ। কাল আরও নামতে পারে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
9/9
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। Input- Biswajit Saha