IMD Rainfall Update: টানা ৪৮ ঘণ্টা জেলায় জেলায় সতর্কতা! ভাসবে কলকাতা-সহ রাজ্যের ১১ জেলা! কবে থামবে 'দুর্যোগ'? জানিয়ে দিল আইএমডি
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
IMD Rainfall Update: শীত বিদায়ের মুখেই বৃষ্টির বড়সড় ধাক্কা। কোথায় কোথায়? আগামী তিনদিনে কী হতে চলেছে? দেখুন এক নজরে!
advertisement
1/13

বিরাট পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। ক্রমাগতই চড়ছে তাপমাত্রার পারদ। রীতিমতো ঘামছে দক্ষিণবঙ্গবাসী। অপরদিকে চলছে অসময়ের বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/13
আবহাওয়া দফতরের রিপোর্টে জানানো হয়েছে, উত্তর-পূর্ব অসম ও তার আশপাশের এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর বাংলাদেশের তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত।
advertisement
3/13
আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে।
advertisement
4/13
এদিকে, আইএমডি পূর্বাভাস দিয়েছে যে ২২ ফেব্রুয়ারি বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমে ২২ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। এমনকি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আজ শিলাবৃষ্টি অবধি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement
5/13
শীত এমনিতেই পাত্তারি গুটিয়েছে বাংলা থেকে। ফলে এখন দিন হোক বা রাত, হু হু করে পারদ চড়ছে। এদিকে আবহাওয়ার এহেন খামখেয়ালিপনায় ভরা মনোভাবের কারণে রাজ্যের সাধারণ মানুষকে মাশুল গুনতে হচ্ছে।
advertisement
6/13
আপাতত বাংলায় টানা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি অবধি বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কাপ্রকাশ করা হয়েছে।
advertisement
7/13
দক্ষিণবঙ্গ জুড়েই আজ থেকে বৃষ্টির সতর্কতা। জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আকাশ। তালিকা থেকে বাদ যায়নি জেলা পুরুলিয়াও। পুরুলিয়া জেলা জুড়ে ক্রমাগতই বাড়ছে তাপমাত্রার পারদ।
advertisement
8/13
পাল্লা দিয়ে বিগত এক থেকে দু-দিন বিকেলের পর থেকেই হচ্ছে বৃষ্টি। আবহাওয়ার ঘন ঘন মুড সুইংয়ের কারণে নাজেহাল পুরুলিয়ার মানুষেরা। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
9/13
জানা গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারও বৃষ্টি সম্ভাবনা রয়েছে জেলা পুরুলিয়াতে।
advertisement
10/13
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বেশ কিছু জেলাতে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদীয়া জেলাতে রয়েছে শিলাবৃষ্টি সম্ভাবনা।
advertisement
11/13
হালকা থেকে মাঝরি বৃষ্টিতে ভিজবে কলকাতা। এ-ছাড়াও দক্ষিণের অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
12/13
উত্তরের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও, কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।
advertisement
13/13
উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শীত বিদায়ের সময়তেও বৃষ্টির জোর ধাক্কা খেল গোটা বঙ্গবাসী। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণের বেশ কিছু জেলায়। বিগত দু থেকে এক দিনে প্রবল ঝড় বৃষ্টি ও হতে দেখা গিয়েছে দক্ষিণের কোনও কোনও জেলাতে।শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়