IMD Rain Forecast: বসন্তেও কেন বৃষ্টি? কলকাতা-সহ রাজ্যের কোথায় কবে এখন বৃষ্টি চলবে, জানুন আপডেট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
IMD Rain Forecast: খাতায় কলমে বসন্ত চলে এলেও গরম, শীতের পরশের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টি
advertisement
1/11

খামখেয়ালী আবহাওয়ায় বসন্তেও বৃষ্টি হয়েই চলেছে। আকাশ মেঘলা হয়ে রয়েছে। খাতায় কলমে বসন্ত চলে এলেও গরম, শীতের পরশের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টি।
advertisement
2/11
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার সন্ধ্যায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে দুর্গাপুরে।
advertisement
3/11
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে বৃষ্টি। কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বয়ে যেতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস।
advertisement
4/11
আজ, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এই তিন জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবে। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও।
advertisement
5/11
শুক্রবার বৃষ্টি হতে পারে কলকাতায়। সেইসঙ্গে এদিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে।
advertisement
6/11
শুক্রবার বৃষ্টি হতে পারে কলকাতায়। সেইসঙ্গে এদিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে।
advertisement
7/11
শনিবার হালকা বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায়।
advertisement
8/11
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক শহরে হালকা বৃষ্টি হবে শুক্রবার।
advertisement
9/11
শনিবার দার্জিলিঙে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের অন্যান্য শহর শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস।
advertisement
10/11
তবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস আপাতত নেই।
advertisement
11/11
আবহবিদরা জানিয়েছেন পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। তার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। শীতের পর বসন্তেও পিছু ছাড়ছে না পশ্চিমী ঝঞ্ঝা।