IMD Latest Alert || Kolkata Weather: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! তিনদিন লাগাতার ঝড়-জলের সতর্কতা! আবহাওয়ার লেটেস্ট আপডেট...
- Published by:Sanjukta Sarkar
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Latest Alert || Kolkata Weather: ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়ার সতর্কতা ছিল শুক্রবার থেকেই। বৃহস্পতিবার জানানো হয়েছিল ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলবে। সেই পূর্বাভাসকে সত্যি করে শুক্রবার সন্ধ্যা গড়াতেই রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মেলে। কলকাতায় বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়া বয়ে যায় বিক্ষিপ্তভাবে। বৃষ্টি হয় আসানসোলে।
advertisement
1/9

ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়ার সতর্কতা ছিল শুক্রবার থেকেই। বৃহস্পতিবার জানানো হয়েছিল ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলবে। সেই পূর্বাভাসকে সত্যি করে শুক্রবার সন্ধ্যা গড়াতেই রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মেলে। কলকাতায় বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়া বয়ে যায় বিক্ষিপ্তভাবে। বৃষ্টি হয় আসানসোলে।
advertisement
2/9
এরইমধ্যে জারি হয়েছে কালবৈশাখীর সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহেই বাংলার আকাশ কাঁপাবে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ভিজতে পারে মূলত কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলি। সোমবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/9
আবহাওয়া দফতরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আজ ও কাল রাজ্যে আকাশ পরিষ্কার থাকলেও ঝড় বৃষ্টির খেলা শুরু হতে চলেছে মঙ্গলবার থেকেই। মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে বেশ কিছু জেলায়।
advertisement
4/9
কলকাতায় বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শহর কলকাতাতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই বৃষ্টি দু তিন দিন লাগাতার হতে পারে।
advertisement
5/9
সোমবার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ।
advertisement
6/9
বুধবার থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
advertisement
7/9
উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি বেশি হবে। বৃষ্টি বাড়বে ১৫ মার্চ বুধবার থেকে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সবমিলিয়ে রাজ্যের ১২ জেলায় আগামী সপ্তাহ থেকেই ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
8/9
১৫ মার্চ, বুধবার থেকে আবহাওয়ার বদলের জেরে তাপমাত্রা কিছুটা কমবে। ১৬ এবং ১৭ মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
advertisement
9/9
এদিকে, সোমবার থেকে ফের উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ১৩ ও ১৪ মার্চ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। বুধবার ১৫ মার্চ থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।