Cyclone Gulab| ধেয়ে আসছে সাইক্লোন গুলাব, কারা কেন এমন নাম রাখল রাক্ষুসে ঝড়ের
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Cyclone Gulab| এই ঘূর্ণিঝড়ের নাম গুলাব (Cyclone Gulab)। কেন এমন নাম, কারা এই নাম দিল?
advertisement
1/6

আবার ফিরছে আম্ফান ইয়াসের স্মৃতি । ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। মুখে মুখে ফিরছে এই ঘূর্ণিঝড়ের নাম গুলাব। কেন এমন নাম কারা এই নাম দিল?
advertisement
2/6
এমনকি ঠিক হয়ে গিয়েছে পরবর্তী সাইক্লোন এর নামও। জানা যাচ্ছে এরপরের সাইক্লোন টির নামকরণের দায়িত্ব কাতারের। সাইক্লোন টির নাম হবে শাহিন। এর আগে সাইক্লোন বুলবুলের নামটি পাকিস্তান দিয়েছিল।
advertisement
3/6
এমনকি ঠিক হয়ে গিয়েছে পরবর্তী সাইক্লোন এর নামও। জানা যাচ্ছে এরপরের সাইক্লোন টির নামকরণের দায়িত্ব কাতারের। সাইক্লোন টির নাম হবে শাহিন। এর আগে সাইক্লোন বুলবুলের নামটি পাকিস্তান দিয়েছিল।
advertisement
4/6
ইউনাইটেড নেশান অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড দা প্যাসিফিক এবং ওয়ার্ল্ড মেটেরোলজিকাল অর্গানাইজেশানের তরফে ক্রান্তীয় অঞ্চলের ঝড়ের নাম ঠিক করা হয়। এসক্যাপের সদস্য ১৩টি দেশ পালা করে এই ঝড়ের নাম রাখে।
advertisement
5/6
এই ১৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইউএই, ইয়ামেন।
advertisement
6/6
উল্লেখ্য হাওয়া অফিস বলছে, গুলাবের প্রভাবে বৃষ্টি বাড়বে আগামিকাল থেকে। ওড়িশার গোপালপুর ও অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনম দিয়ে স্থলভাগের প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়।