IMD Kolkata Winter Forecast: যেন পাহাড় নেমেছে সমতলে! কলকাতায় এ বার অন্যরকম শীতকাল কেন? কবে সরবে কুয়াশার চাদর, কমবে ঠান্ডা? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
IMD Kolkata Winter Forecast: এ বারের ঠান্ডা সত্যি তাক লাগিয়ে দিচ্ছে। এরকম বেনজির শীতকাল নাকি স্মরণাতীত কালে কলকাতায় আসেনি
advertisement
1/10

এই মরশুমের শীত নিয়ে হাজির একগুচ্ছ মিম। বিশেষ করে কলকাতাবাসীর অভিজ্ঞতা এ বারের ঠান্ডা সত্যি তাক লাগিয়ে দিচ্ছে। এরকম বেনজির শীতকাল নাকি স্মরণাতীত কালে কলকাতায় আসেনি।
advertisement
2/10
সাধারণত কলকাতার শীতে দিনে চড়া রোদ এবং রাতে কনকনে ঠান্ডা থাকে। কিন্তু এ বার তার ব্যতিক্রম। রাতে ঠান্ডা থাকলেও দিনে রোদের দেখা মিলছেই না।
advertisement
3/10
এ যেন পাহাড়ি আবহাওয়া নেমে এসেছে সমতলে। বা শীতের সঙ্গে বর্ষাকাল কম্বাইন্ড। আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েকদিন ভালই ঠান্ডা পাবেন শহরবাসী।
advertisement
4/10
রাতের তাপমাত্রা খুব একটা না কমলেও দিনের পারদও ঊর্ধ্বগামী নয়। ফলে দিনভর কনকনে ঠান্ডায় জেরবার হওয়া ছাড়া উপায় নেই।
advertisement
5/10
এ বার পৌষমাস বা ডিসেম্বরে সেরকম ঠান্ডা পড়েনি। কিন্তু মকর সংক্রান্তির কিছু আগে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দাপটের সঙ্গে ইনিংস খেলছে শীত।
advertisement
6/10
আবহবিদরা জানিয়েছেন উত্তর ভারত ও বিহারের একাংশ ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। তার প্রভাব পড়েছে বাংলাতেও। কুয়াশার আস্তরণ ভেদ করে ঠান্ডা উত্তুরে বাতাস ঢুকতে পারছে না।
advertisement
7/10
মেঘলা আকাশে সেভাবে কমতে পারবে না রাতের তাপমাত্রা। ফলে আগামী কিছুদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
8/10
কলকাতার তুলনায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা থাকবে আরও কম। সেখানেও আগামী কিছু দিনের পূর্বাভাস কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা আবহাওয়া।
advertisement
9/10
উত্তরবঙ্গের বিভিন্ন শহরও শীতে জবুথুবু। আবহবিদদের পূর্বাভাস, আগামী কিছু দিন উত্তরবঙ্গেও থাকবে ঠান্ডার দাপট। পাশাপাশি ঘন কুয়াশাও থাকবে।
advertisement
10/10
আবহাওয়ার এই পূর্বাভাসে শীতবিলাসীদের মুখে চওড়া হাসি এলেও মুষড়ে পড়েছেন শীতকাতুরেরা। পদ্যের লাইন সামান্য পাল্টে তাঁদের প্রশ্ন, শীতকাল কবে যাবে সুপর্ণা?