IMD Mahalaya Weather: মহালয়ায় পরিষ্কার থাকবে আকাশ! কিন্তু দুর্গাপুজো...? আশঙ্কা উস্কে দিল আইএমডি-র লেটেস্ট আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Durga Puja Weather: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর মহালয়ার দিন আকাশ পরিষ্কার থাকার কথা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে। বড় কোনও এদিক-ওদিক না হলে আগামী দু'দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে বর্ষা বিদায় পর্বও শুরু হবে।
advertisement
1/9

দুর্গাপুজো দোরগোড়ায়। একদিন পরেই মহালয়া। পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষ শুরু। অর্থাৎ শারদোৎসবের ফাইনাল কাউন্টডাউন আরম্ভ হয়ে যাবে ঠিক একদিন পর থেকেই। কিন্তু এরইমধ্যে চিন্তার কালো মেঘ ঘনাচ্ছে আকাশে। সবার মনেই প্রশ্ন পুজো মাটি করবে না তো ঝড় বৃষ্টি বজ্রপাতের মতো প্রাকৃতিক শক্তি?
advertisement
2/9
ঠিক কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর মহালয়ার দিন আকাশ পরিষ্কার থাকার কথা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে। বড় কোনও এদিক-ওদিক না হলে আগামী দু'দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে বর্ষা বিদায় পর্বও শুরু হবে।
advertisement
3/9
তবে ১৭ অক্টবর নাগাদ আন্দামান সাগরে ঘনীভূত হবে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে পুজোর নবমীর পর থেকে বৃষ্টির ছায়া নেমে আসতে পারে বঙ্গের আকাশে। অন্তত এমনটাই ইঙ্গিত আইএমডির পূর্বাভাসে।
advertisement
4/9
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমে আসবে।
advertisement
5/9
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার যে পূ্র্বাভাস রয়েছে, তাতেও মোটের উপর বর্ষণহীন আকাশের কথাই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার কথা।
advertisement
6/9
আলিপুরের পূর্বাভাস বলছে, মহালয়ার দিন অর্থাৎ শনিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে।
advertisement
7/9
সপ্তাহান্তে শুকনো আবহাওয়ার পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বস্তুত আগামী ২৪ ঘণ্টায় বিহার, ঝাড়খন্ড, ছত্তিসগড়, কর্নাটকের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা। আগামী দুদিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার পূর্বাভাস থাকছে।
advertisement
8/9
এদিন কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার কথা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও দু'একদিন থাকবে বলেই পূর্বাভাস রয়েছে। তার পর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমে আসবে।
advertisement
9/9
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। গত কাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ শতাংশ।