TRENDING:

IMD BIG Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের হুঙ্কার...! ভাইফোঁটায় বৃষ্টি 'কাঁটা'? আবহাওয়ার বিরাট আপডেট দিল আলিপুর

Last Updated:
IMD Big Weather Update: ঝড়-বৃষ্টি ছাড়াই বেশ নির্বিঘ্নে কাটল কালীপূজা। কিন্তু কী হবে ভাইফোঁটায়? আলিপুর আবহাওয়া দফতরের তোলপাড় করা আপডেট। উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে নতুন করে নিম্নচাপ।
advertisement
1/12
বঙ্গোপসাগরে নিম্নচাপের হুঙ্কার! ভাইফোঁটায় বৃষ্টি 'কাঁটা'? জানিয়ে দিল আলিপুর
IMD BIG Weather Update: ঝড়-বৃষ্টি ছাড়াই বেশ নির্বিঘ্নে কাটল কালীপূজা। কিন্তু কী হবে ভাইফোঁটায়? ক্রমশ বাড়ছে চিন্তা। আর উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে নতুন করে নিম্নচাপ।
advertisement
2/12
মঙ্গলবার প্রতিপদ বুধবার ভ্রাতৃদ্বিতীয়া। আবার জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী শনিবার। আর এরইমধ্যে হাওয়া অফিস দিল বড় আপডেট। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ন’টি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলতে পারে।
advertisement
3/12
সবে কালীপুজো শেষ হয়েছে। এখনও ভাইফোঁটা, কার্তিকপুজো, জগদ্ধাত্রীপুজো বাকি। যার রেশ চলবে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর সোমবার জানাল, বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে ভাইফোঁটার দিন থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টি।
advertisement
4/12
আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট জানাচ্ছে, বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তবে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের মোট ন’টি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর।
advertisement
5/12
যে জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা সেগুলি হল, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া। আবহাওয়া দফতর তাদের সতর্কবার্তায় জানিয়েছে, এর পর শনিবার সকাল থেকে সামান্য বদলাতে পারে পরিস্থিতি।
advertisement
6/12
রাজ্য জুড়ে আবহাওয়ায় শীতের আমেজ বিদ্যমান। এই পরিস্থিতিতে হঠাৎ বৃষ্টি তাপমাত্রা এবং আর্দ্রতায় বদল আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বস্তুত আবহবিদেরা জানিয়ে দিয়েছেন, তিন দিনের বৃষ্টির পর কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।
advertisement
7/12
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দুপুরের দিকে এই তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রিতে পৌঁছতে পারে। আপাতত সোমবার শুষ্ক আবহাওয়া এবং আকাশ পরিষ্কার থাকবে।
advertisement
8/12
বুধবার থেকে শুক্রবার বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের হবে না বিশেষ। তবে তার পরের দু’দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে।
advertisement
9/12
এদিকে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) রবিবারের রিপোর্টে জানিয়েছে, তামিলনাড়ু এবং আরও কয়েকটি দক্ষিণ রাজ্যে ১৮ নভেম্বর পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আইএমডি-র বুলেটিন অনুসারে, ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে তামিলনাড়ুতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ উপরন্তু, ১৪ এবং ১৫ নভেম্বর রাজ্যে বজ্রপাত বা দমকা হাওয়া-সহ বজ্রপাত হতে পারে।
advertisement
10/12
আবহাওয়া অধি দফতর সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, দক্ষিণ উপদ্বীপের বঙ্গোপসাগর থেকে পূর্ব/উত্তর-পূর্ব দিকের বাতাসের কারণে বৃষ্টির কার্যকলাপ বাড়বে। এর পরে একটি নতুন স্পেল শুরু হওয়ার আগে পরবর্তী দুই দিনের মধ্যে দক্ষিণ উপদ্বীপে বৃষ্টিপাত হ্রাস পাবে।
advertisement
11/12
শনিবার, কেরালার তিরুবনন্তপুরম এবং তামিলনাড়ুর রামনাডুতে ৩ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে কেরালার অন্যান্য জেলা যেমন কোট্টায়ামে ২ সেমি বৃষ্টিপাত হয়েছে।
advertisement
12/12
আবহাওয়া দফতরের মতে, রামানাথপুরম জেলায় শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টিপাত হয়েছে। তামিলনাড়ুর থাঙ্গাচিমাদমে ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, অন্যদিকে মন্ডপমে ১৪ সেন্টিমিটার বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD BIG Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের হুঙ্কার...! ভাইফোঁটায় বৃষ্টি 'কাঁটা'? আবহাওয়ার বিরাট আপডেট দিল আলিপুর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল