অসাধ্যসাধন! স্মার্টফোনই জানাবে আপনি কোভিড পজিটিভ কিনা, দাবি খড়গপুর IIT-র গবেষকদের
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
এই ডিভাইসে টেস্ট করার এক ঘণ্টার মধ্যেই ওই ব্যক্তি এক ঘণ্টার মধ্যে জেনে যাবেন তিনি করোনা আক্রান্ত কিনা।
advertisement
1/4

দেশজুড়ে করোনা সংক্রমণ বড় আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন অন্তত হয়েছেন ৪৯ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষা করা যেন অগ্নিপরীক্ষার মতো। সংক্রমিত হওয়ার ভয় থাকছে বাইরে বের হলেই। এই অবস্থাতেই অসাধ্যসাধন করেছে খড়গপুর আইআইটি।
advertisement
2/4
আইআইটির একদল গবেষকের দাবি, তাঁরা র্যাপিড টেস্টের একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন যা ব্যবহার করে বাড়ি বসেই টেস্টটি করা সম্ভব হবে। ছুটতে হবে না পরীক্ষাকেন্দ্রে।
advertisement
3/4
আল্ট্রা পোর্টেবেল ডিভাইসটির মূল্য ধার্য করা হয়েছে মাত্র ৪০০ টাকা।
advertisement
4/4
এই ডিভাইসে টেস্ট করার এক ঘণ্টার মধ্যেই ওই ব্যক্তি এক ঘণ্টার মধ্যে জেনে যাবেন তিনি করোনা আক্রান্ত কিনা।