TRENDING:

ভোটের মুখে ট্রাফিক আইন ভাঙলে সাবধান! কোন অপরাধে কত জরিমানা দেখে নিন

Last Updated:
advertisement
1/6
ভোটের মুখে ট্রাফিক আইন ভাঙলে সাবধান! কোন অপরাধে কত জরিমানা দেখে নিন
• গাড়ি নিয়ে রাস্তায় বেরলে খুব সাভধান থাকুন ৷ ট্রাফিন আইন মেনে চলুন ৷ যদি কোনও ভাবে আইন লঙ্ঘন করেন তাহলে জরিমানা হতে পারে আপনার ৷ দেখে নিন কোন ধারায় কত জরিমানা হয় তার সম্পূর্ণ তালিকা---
advertisement
2/6
• ধারা ১৩৭- সাধারণ জরিমানা, টাকার পরিমাণ ২০০ টাকা ৷ ধারা ১৩৯- হাইড্রোলিক হর্ন ব্যবহার করলে জরিমানা ১০০ টাকা ৷ ১৪০ ধারায় পুলিশের আদেশ অমান্য করলে জরিমানা ৫০০ টাকা (এই ধারা বিশেষ জরিমানার আওতাভুক্ত) ৷ লাল সিগন্যাল অমান্য করাও ১৪০ ধারার অন্তর্ভুক্ত ৷ এ ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা দিতে হবে ৷
advertisement
3/6
• ধারা ১৪২- প্রচণ্ড গতিবেগে গাড়ি চালালে জরিমানা ৩০০ টাকা ৷ ধারা ১৪৬ - দুর্ঘটনাজনিত জরিমানা ৫০০ টাকা ৷ ধারা ১৪৯- নিরাপত্তা বিধি না মানলে, যেমন: হেলমেট না পরা, ব্যাক লাইট, ইন্ডিকেটর, লুকিং গ্লাস, ব্রেক ইত্যাদি না থাকলে, বেশি যাত্রী গাড়িতে থাকলে, সহযাত্রীর হেলমেট না থাকলে ৷ জরিমানা ৩০০ টাকা ৷
advertisement
4/6
• ধারা ১৫০ - কালো ধোঁয়া অথবা পরিবেশ দূষণ করে এমন ধোয়া সৃষ্টি করলে - জরিমানার পরিমান ২০০ টাকা ৷
advertisement
5/6
• ধারা ১৫১- বিধি বিরুদ্ধভাবে গাড়ি মডিপাই করলে জরিমানা ১২৫০ টাকা ৷ ধারা ১৫২- রেজিস্ট্রেশন, রুট পারমিট ও ফিটনেসবিহীন বাইক চালালে - জরিমানার পরিমান ৭০০ টাকা ৷
advertisement
6/6
• ধারা ১৫৪- বিধির বাইরে গিয়ে বেশি মাল বহন করলে জরিমানা ৫০০ টাকা ৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
ভোটের মুখে ট্রাফিক আইন ভাঙলে সাবধান! কোন অপরাধে কত জরিমানা দেখে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল