Howrah NJP Vande Bharat Express ticket: বন্দে ভারতের টিকিট রিজার্ভেশন শুরু, কয়েক ঘণ্টাতেই ভর্তি অর্ধেক আসন
- Published by:Debamoy Ghosh
Last Updated:
আজ হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে যাত্রী পরিষেবা।
advertisement
1/9

শুরু হয়ে গেল হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট রিজার্ভেশন। বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে যাত্রীদের জন্য় আসন সংরক্ষণের ব্য়বস্থা খুলে দেয় রেল।
advertisement
2/9
বন্দে ভারতের টিকিট সংরক্ষণ শুরু হতেই যাত্রীদের থেকে ব্য়াপক সাড়া পাওয়া গিয়েছে। প্রথম কয়েক ঘণ্টাতেই অর্ধেক আসন সংরক্ষণ হয়ে গিয়েছে বলে রেল সূত্রে খবর।
advertisement
3/9
আজ হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে যাত্রী পরিষেবা।
advertisement
4/9
ইতিমধ্য়েই রেল জানিয়েছে, হাওড়া এবং এনজেপি-র মধ্য়ে তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত। সেগুলি হল বোলপুর, মালদহ এবং বিহারের বারসই।
advertisement
5/9
রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চেয়ার কারে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া ১৫৪৩ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া ২৮০৩ টাকা।
advertisement
6/9
এর পাশাপাশি চেয়ার কারে হাওড়া থেকে বোলপুরের ভাড়া ৬২৮ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ১১৫০ টাকা।
advertisement
7/9
চেয়ার কারে হাওড়া- মালদহ ভাড়া ৯২৯ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ১৭৫৩ টাকা।
advertisement
8/9
বুধবার বাদে সপ্তাহে রোজই চলবে ট্রেনটি। বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়ার সঙ্গেই খাবারের দামও ধরা থাকবে বলে জানিয়েছিল রেল।
advertisement
9/9
রেলের দেওয়া তথ্য় অনুযায়ী, শৌনক দাস নামে এক যাত্রী হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম টিকিটটি বুক করেন।