Howrah Metro fare chart: হাওড়া থেকে এক টিকিটেই উত্তর থেকে দক্ষিণ, দেখুন নতুন মেট্রোর ভাড়ার তালিকা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এই তালিকায় নতুন তৈরি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের নামও রয়েছে৷ নোয়াপাড়া থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রো পথও অনেকটাই তৈরি৷
advertisement
1/9

আর কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হতে চলেছে হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা৷
advertisement
2/9
গঙ্গার নীচ দিয়ে মেট্রো সফরের জন্য মুখিয়ে আছেন গোটা রাজ্যের মানুষ৷ উদ্বোধনের আগে হাওড়া থেকে মেট্রোর বিভিন্ন স্টেশনে যাতায়াতের ভাড়ার তালিকা প্রকাশ করা হল৷
advertisement
3/9
উল্লেখযোগ্য বিষয় হল, এই তালিকায় নতুন তৈরি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের নামও রয়েছে৷ নোয়াপাড়া থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রো পথও অনেকটাই তৈরি৷
advertisement
4/9
মেট্রোর প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া থেকে হাওড়া ময়দানের ভাড়া পড়বে ৫ টাকা৷ হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড আসার ভাড়া ১০ টাকা৷
advertisement
5/9
হাওড়া থেকে এক টিকিটেই এসপ্ল্যানেড নেমে উত্তর দক্ষিণ মেট্রো ধরতে পারবেন যাত্রীরা৷ সেক্ষেত্রে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া এবং দক্ষিণে দক্ষিণে মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ যাওয়ার ভাড়া পড়বে ৩০ টাকা করে৷
advertisement
6/9
হাওড়া থেকে সদ্য চালু হওয়া নিউ গড়িয়া- রুবি রুটে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে যাওয়ার খরচ পড়বে ৫০ টাকা৷ কবি সুকান্ত, যতীন্দ্রনাথ নন্দী স্টেশনের ভাড়া পড়বে ৪০ টাকা করে৷ সত্যজিৎ রায় স্টেশনে যাওয়ার খরচ পড়বে ৩৫ টাকা৷
advertisement
7/9
হাওড়া থেকে ২৫ টাকার টিকিট কেটে যাওয়া যাবে উত্তরে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার এবং দক্ষিণে নেতাজি, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত৷
advertisement
8/9
হাওড়া থেকে শোভাবাজার-সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধি রোড, রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্কের ভাড়া পড়বে ২০ টাকা করে৷
advertisement
9/9
হাওড়া থেকে সেন্ট্রাল, পার্ক স্ট্রিট, চাঁদনি, ময়দান পর্যন্ত যাওয়ার ভাড়া পড়বে মাত্র ১৫ টাকা করে৷ হাওড়া থেকে দমদম ক্যান্টমেন্ট যাতায়াতের ভাড়া পড়বে ৪০ টাকা৷