TRENDING:

'লাইট অ্যান্ড সাউন্ড শো', ডায়নামিক লাইটিং...! কানাডার বিখ্যাত Jacques Cartier আলোর খেলা এবার হাওড়া ব্রিজে

Last Updated:
Howrah Bridge: নয়া রুপে বাংলা নববর্ষে আত্মপ্রকাশ করছে হাওড়া ব্রিজ। কানাডার বিখ্যাত জ্যাকেস কার্টিয়ার ব্রিজের মতো এবার আলোর খেলা দেখা যাবে হাওড়ায়। প্রতিদিন বদলে যাবে আলো। স্পেশাল ৫০ দিনে লাইট অ্যান্ড সাউন্ড শো'-তে থাকবে দুর্দান্ত চমক। তৈরি হচ্ছে বিশেষ অ্যাপ।
advertisement
1/8
দুর্দান্ত চমক...! কানাডার বিখ্যাত Jacques Cartier আলোর খেলা এবার হাওড়া ব্রিজে
নয়া রুপে বাংলা নববর্ষে আত্মপ্রকাশ করছে হাওড়া ব্রিজ। কানাডার বিখ্যাত জ্যাকেস কার্টিয়ার ব্রিজের মতো এবার আলোর খেলা দেখা যাবে হাওড়ায়। প্রতিদিন বদলে যাবে আলো। স্পেশাল ৫০ দিনে লাইট অ্যান্ড সাউন্ড শো'-তে থাকবে দুর্দান্ত চমক। তৈরি হচ্ছে বিশেষ অ্যাপ।
advertisement
2/8
বিশ্বের যে কোনও প্রান্তে বসে দেখা যাবে হাওড়া ব্রিজের এই আলোর খেলা। আগামী দিনে টিকিট কেটে দেখানোর ব্যবস্থা হতে চলেছে। বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি জানিয়েছেন, পর্যটন ও সংস্কৃতির মেলবন্ধন হতে চলেছে এই সেতু।
advertisement
3/8
প্যারিসের আইফেল টাওয়ার বা সিডনি হারবারের মতোই আধুনিক আলোকসজ্জায় এবার আরও আকর্ষণীয় হয়ে উঠবে রবীন্দ্র সেতু। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ডায়নামিক অর্কিটেকচারাল ইলুমিনেশন অব রবীন্দ্র সেতু’।
advertisement
4/8
এই প্রকল্পে ব্যবহৃত হবে পাঁচ ধরনের উন্নতমানের আলো। স্বাধীনতা দিবস, দুর্গাপুজো-সহ অন্তত ৫০টি বিশেষ দিনে চলবে আলোর বিশেষ প্রদর্শনী। ওই দিনগুলিতে বাংলার সংস্কৃতির সঙ্গে তাল রেখে ৫-১০ মিনিটের এক একটি বিশেষ শো থাকবে।
advertisement
5/8
হাওড়া ব্রিজ, যা রবীন্দ্র সেতু নামেও পরিচিত তার আলোকসজ্জা নিয়ে এই পরিকল্পনায় থাকবে সেতুর কাঠামো বরাবর আলোকসজ্জা। এ ছাড়াও থাকবে আলোর সঙ্গে সমন্বিত মিউজিক শো। আর এর মাধ্যমে রাতের কলকাতায় আরও উজ্জ্বল হয়ে উঠবে ১৯৪৩ সালে তৈরি এই সেতু।
advertisement
6/8
এই ব্রিজ দিয়ে দিনে প্রায় ১ লক্ষ গাড়ি ও দেড় লক্ষ পথচারী যাতায়াত করে। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এর আগে দুই পর্যায়ে হাওড়া সেতুর আলোকসজ্জার কাজ হয়েছে। প্রথম কাজটি  হয় ২০০৬ সালে।
advertisement
7/8
আলোকসজ্জা সংক্রান্ত বিশেষজ্ঞ তাপস সেনের তত্ত্বাবধানে এই কাজ করা হয়। পরবর্তীকালে আলোকসজ্জা আরও আকর্ষণীয় করা হয়।  এলইডি আলো লাগানোর ব্যবস্থা হয়। বছরের বিশেষ দিনগুলিতে অন্য ধরনের আলোকসজ্জা (ডায়নামিক লাইটিং) করার ব্যবস্থা করা হয়।
advertisement
8/8
স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস-সহ বিভিন্ন দিনে হাওড়া ব্রিজের আলোকসজ্জা অন্যরকম হয়। আলোর সঙ্গে মিউজিক ব্যবস্থা যুক্ত করা হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা বন্দরের দেড়শো বছরের পূর্তি অনুষ্ঠানে এসে দ্বিতীয় পর্যায়ের আলোকসজ্জার উদ্বোধন করেন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
'লাইট অ্যান্ড সাউন্ড শো', ডায়নামিক লাইটিং...! কানাডার বিখ্যাত Jacques Cartier আলোর খেলা এবার হাওড়া ব্রিজে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল