Hilsa from Padma River in Kolkata: পদ্মার ইলিশ কি কলকাতার বাজারে দুর্গাপুজোর দিনগুলিতে পাওয়া যাবে? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hilsa from Padma River in Kolkata: পুজোর সময় কি পদ্মানদীর ইলিশ কলকাতার বাজারে মিলবে
advertisement
1/7

কলকাতা ও শহরতলির বাজারে এখন পদ্মাপারের স্বাদবৃত্তান্ত। বাজার আলো করে আছে রুপোলি ইলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকেছে ৪০ টন ইলিশ।
advertisement
2/7
কলকাতার বিভিন্ন বাজারে বাংলাদেশি ইলিশের দাম ঘোরাফেরা করছে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত। রবিবার আরও দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
3/7
তবে এই ছবি দেখে যদি মনে করেন দুর্গাপুজোর দিনগুলিতেও চুটিয়ে ইলিশ খাবেন, তাহলে সেই আশার আলো স্তিমিত।
advertisement
4/7
খাতায় কলমে ৩০ অক্টোবর পর্যন্ত ৩৯৫০ টন ইলিশ এ পার বাংলায় রফতানির অনুমতি দিয়েছিল ঢাকা। কিন্তু ইতিমধ্যে ১২ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশে।
advertisement
5/7
বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে যাতে ইলিশ রফতানির সময়সীমা বাড়ানো হয়। কারণ হিসেব মতো দেখা যাচ্ছে ১৪ অক্টোবর মহালয়ার আগেই পদ্মার ইলিশ এপারে ঢোকা বন্ধ হয়ে যাবে।
advertisement
6/7
কিন্তু বাংলাদেশে বছরের নির্দিষ্ট সময়ে ইলিশের ডিম পাড়ার মরশুম হিসেবে বন্ধ থাকে ইলিশ ধরা। পাশাপাশি পুজোর সময়ে মায়ানমারের ইরাবতী নদীতেও ইলিশ উৎপাদন কম থাকবে৷
advertisement
7/7
এই পরিস্থিতিতে আপাতত যা ছবি, তাতে শারদোৎসবের ভোজনবিলাসে পদ্মার ইলিশের দেখা পাওয়ার সম্ভাবনা কম৷