Hilsa Fish Price: পুজোর আগে কেমন হবে ইলিশের দাম? শুনলে আর কড়াই চাপাতে ইচ্ছে করবে না... ভেবেই কালঘাম ছুটছে বাঙালির
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
খাসির মাংস আর ইলিশ মাছ ছাড়া কিন্তু ভোজনরসিক বাঙালি অসম্পূর্ণ। তাও যদি হয় পুজোর ছুটি, তাহলে তো কথাই নেই।
advertisement
1/6

সীমান্ত পেরিয়ে ভাগীরথীর সমতলে এসে পৌঁছেছে পদ্মার ইলিশ৷ পুজোর আগে সেই বাংলাদেশী ইলিশ পেয়ে বঙ্গজীবনে উন্মাদনার যেন শেষ নেই৷
advertisement
2/6
কলকাতা ও শহরতলিতে ফের যেন শুরু হয়েছে ইলিশের মরশুম। গত প্রায় এক মাস ধরেই বাজারে ইলিশের দেখা মিললেও দাম ছিল চড়া। বিশেষ করে বাংলাদেশি ইলিশ ভারতে আশার পর থেকেই চড়া দামে বিক্রি হচ্ছিল ইলিশ। তারপর একটু দাম কমায় বাঙালির স্বস্তিও ফিরছিল।
advertisement
3/6
খাসির মাংস আর ইলিশ মাছ ছাড়া কিন্তু ভোজনরসিক বাঙালি অসম্পূর্ণ। তাও যদি হয় পুজোর ছুটি, তাহলে তো কথাই নেই।
advertisement
4/6
পাতুড়ি, ভাপা সর্ষে ইলিশ খাবেন বলে তো ঠিক করে রেখেছেন কিন্তু তার আগে জেনে নিন পুজোয় ইলিশের দাম কত হবে।
advertisement
5/6
এখন কলকাতার বাজারে পদ্মা- মেঘনার ইলিশ মিলছে প্রতি কেজি ১২০০- ১৫০০ টাকা কেজি দরে। ওজন রয়েছে ৭৫০ গ্রাম। পুজোয় এই দাম বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
advertisement
6/6
৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম হতে পারে ৮০০ টাকা। ফলে ইলিশ নিয়ে খুব সুখবর কিন্তু মিলছে না।