১০০ দিনের কাজের মামলায় সুপ্রিম কোর্টে হার কেন্দ্রের..., বকেয়া চেয়ে এবার হাইকোর্টে রাজ্য, কী হল আজ আদালতে?
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
High Court: সোমবার সুপ্রিমকোর্টে বড়সড় ধাক্কার পর হাইকোর্টে বিচারাধীন ১০০ দিনের কাজ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি ছিল আজ, মঙ্গলবার।
advertisement
1/6

সোমবার সুপ্রিমকোর্টে বড়সড় ধাক্কার পর হাইকোর্টে বিচারাধীন ১০০ দিনের কাজ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি ছিল আজ, মঙ্গলবার। ক্ষেতমজুর সংগঠনের তরফে দৃষ্টি আকর্ষণ করা হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। হাইকোর্টে আজ বকেয়া টাকা সংক্রান্ত আবেদনগুলির শুনানির আবেদন করা হয় ডিভিশন বেঞ্চে।
advertisement
2/6
হাইকোর্টে আগামী ৭ নভেম্বর মামলার শুনানি। জানালো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্যও এদিন দৃষ্টি আকর্ষণ করেছে বকেয়া টাকা চেয়ে করা মামলার শুনানির জন্য। সব আবেদনের শুনানি হবে ৭ নভেম্বর।
advertisement
3/6
মামলায় রাজ্যের আইনজীবী অর্ক নাগ জানান, ১০০ দিনের কাজের বকেয়া প্রায় ৫১০০ কোটি টাকা। সেই টাকা না দেওয়ায় রাজ্যের পঞ্চায়েত দফতর নতুন করে একটি আবেদন করে।
advertisement
4/6
সেই আবেদনের দ্রুত শুনানির জন্যই আজকের দৃষ্টি আকর্ষণ মামলা। সোমবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দেওয়ায় হাইকোর্টের এই মামলার শুনানি এই মুহূর্তে বাধাহীন।
advertisement
5/6
গতকালই সুপ্রিম কোর্টে ১০০ দিনের মামলার শুনানিতে বড়সড় ধাক্কা খেয়েছে কেন্দ্রের। ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
advertisement
6/6
মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গকে ১০০ দিনের বকেয়া কাজের টাকা দিতে হবে মোদি সরকারকে। নির্দেশে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।