রাজ্যে ফেতাই সতর্কতা, প্রস্তুত রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলকে
Last Updated:
advertisement
1/4

ক্রমশ শক্তি হারাচ্ছে ফেতাই। অন্ধ্রের পূর্ব গোদাবরী উপকূলে আছড়ে পড়েছে ওই ঘূর্ণিঝড় । কাকিনাড়া ও মছলিপটনম উপকূলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম গোদাবরী, বিশাখাপত্তনম, বিজিয়ানগরম, শ্রীকাকুলাম-সহ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
2/4
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল দিল্লির হাওয়া অফিস। গতকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে । উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে দুর্যোগ। দিনভর একই থাকবে আবহাওয়া।
advertisement
3/4
পূর্ব মেদিনীপুরের কোস্টাল থানাগুলিতে সতর্কবার্তা ৷ সতর্ক করা হয়েছে দিঘা মোহনা কোস্টাল থানাকে ৷ জুনপুট ও মন্দারমণি কোস্টাল থানায় সতর্কবার্তা ৷ দিঘা, তাজপুর, মন্দারমণিতে বাড়তি সতর্কতা ৷ পর্যটকদের উপর বাড়তি নজরদারি প্রশাসনের ৷
advertisement
4/4
জেলাগুলিকে সতর্ক করল নবান্ন ৷ নবান্নের কন্ট্রোলরুম থেকে মনিটরিং ৷ নিয়মিত যোগাযোগ জেলাগুলির সঙ্গে ৷ প্রস্তুত রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলকে ৷