তিনবার সুযোগ পেয়েছিলেন প্ৰধানমন্ত্রী হওয়ার, রইল জ্যোতি বসু সম্পর্কিত অজানা তথ্য
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
তিনবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও দলের আপত্তিতে বসতে পারেননি কুর্সিতে ৷
advertisement
1/7

২৩ বছর ১৬৫ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। জীবদ্দশায় তাঁর রেকর্ড ভাঙতে পারেনি দেশের কেউ। জনপ্রিয়তায় তাঁকে পাল্লা দেওয়া মুশকিল। আজ জন্মদিনে জ্যোতি বসুর জীবনের কয়েকটি অজানা কাহিনিতে ঢুঁ মারা যাক।
advertisement
2/7
রাজনৈতিক বিপক্ষ সিদ্ধার্থশঙ্কর রায় অকৃত্তিম বন্ধু ছিলেন জ্যোতি বসুর।
advertisement
3/7
বাবা বিখ্যাত চিকিৎসক নিশিকান্ত বসু মা হেমলতা দেবী শ্রদ্ধা করতেন বিপ্ললবীদের। সেই ভাবাবেগ ছোটবেলায় স্পর্শ করেছিল জ্যোতি বসুকে। স্কুল পালিয়ে অনশনে যোগ দিয়েছেন, কখনও আবার চলে গিয়েছেন সুভাষচন্দ্রের ভাষণ শুনতে। চট্টগ্রামের অগ্নিযুগের বিপ্লবীদের মনে মনে শ্রদ্ধা করতেন তিনি।
advertisement
4/7
বিলেতে ব্যারিস্টারি পড়ে ফিরেছিলেন। সহজেই অনেক বেশি অর্থ উপার্জন করতে পারতেন। তা না করে রাজনীতিতে যোগদান করেন জ্যোতি বসু। বিধানসভার শুরুর দিনগুলিতে মাইনে ছিল ২৫০ টাকা।
advertisement
5/7
তিনবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও দলের আপত্তিতে বসতে পারেননি কুর্সিতে ৷ সময়টা ১৯৯৬ ৷ দেশে রাজনীতির টালমাটাল পরিস্থিতি ৷ স্বয়ং রাজীব গান্ধির প্রস্তাব ৷ এমন সুযোগ পেয়েও হাতছাড়া হওয়ায় আফসোস প্রকাশ করেছিলেন শুধুমাত্র দুটো শব্দে- ঐতিহাসিক ভুল ৷
advertisement
6/7
নিজের শ্রেণি অবস্থানকে প্রশ্ন করতে বাসে ট্রামে পত্র-পত্রিকাও বিক্রি করতেন।
advertisement
7/7
যাবতীয় নোট লিখতেন ইংরেজিতে লিখতেন। সহকর্মী তথা প্রাক্তন অর্থমন্ত্রী কারণ জানতে চাওয়ায় ঠাট্টার সুরে বলেন, "শিক্ষা সম্পূর্ণ হয়নি।"