West Bengal Weather Forecast|| ফের তুমুল বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Heavy to very heavy rain forecast: সোমবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। মঙ্গল, বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে অবশ্য উল্টো চিত্র। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনাই দেখছেন না আবহাওয়াবিদরা।
advertisement
1/12

*সোমবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। মঙ্গল, বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে অবশ্য উল্টো চিত্র। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনাই দেখছেন না আবহাওয়াবিদরা। প্রতীকী ছবি।
advertisement
2/12
*আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কয়েক পশলা পাসিং সাওয়ার। তাপমাত্রা ২৭-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০-৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫.৭ মিলিমিটার। প্রতীকী ছবি।
advertisement
3/12
*উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রবিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে মূলত উপরের দিকের পাঁচ জেলায়। প্রতীকী ছবি।
advertisement
4/12
*আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-সহ ৫ জেলায় বৃষ্টি বাড়বে সোমবার বিকেল বা সন্ধ্যের পর থেকে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। প্রতীকী ছবি।
advertisement
5/12
*মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। জায়গায় ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি।
advertisement
6/12
*শনিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা বৃষ্টি হবে। রবিবার থেকে বৃষ্টি দু-এক পশলা বাড়তে পারে। প্রতীকী ছবি।
advertisement
7/12
*দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ৫ দিন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হালকা থেকে মাঝারি বৃষ্টি। পাসিং সাওয়ার বা স্বল্প সময়ের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রতীকী ছবি।
advertisement
8/12
*আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'পাট পচানোর ক্ষেত্রে সমস্যায় পড়ছেন কৃষকেরা। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আমন ধানের বীজ তোলা সময় জলের অভাব ছিল। চারা রোপনের এখনো সময় রয়েছে। দক্ষিণবঙ্গে মূলত স্বল্প সময়ের বৃষ্টি হবে বারবার। বৃষ্টির মাঝে রোদ উঠবে আবার বৃষ্টি হবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।' প্রতীকী ছবি।
advertisement
9/12
*আরবসাগরে সৌরাষ্ট্র ও কচ্ছের কাছে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। আরও একটি নিম্নচাপ রয়েছে ওড়িশা উপকূলে। উত্তর ওড়িশা উপকূলের এই নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। প্রতীকী ছবি।
advertisement
10/12
*আরব সাগরের নিম্নচাপ থেকে মৌসুমী অক্ষরেখা রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড়ের উপর দিয়ে ওড়িশা উপকূলের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। আগামী কয়েকদিনে মৌসুমী অক্ষরেখা উত্তরের দিকে শিফট করবে। এ ছাড়াও একটি শিয়ার জোন রয়েছে দক্ষিণ ভারতের উপকূলে। প্রতীকী ছবি।
advertisement
11/12
*আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা গুজরাট রিজিয়নে। এ ছাড়াও মধ্য মহারাষ্ট্র মুম্বাই ও ঘাট এলাকা, কর্নাটক ও রাজস্থানের কিছু অংশ এবং সৌরাষ্ট্র, কচ্ছ, কোঙ্কন, গোয়াতে। ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু, পুদুচেরি, তেলেঙ্গানাতে। প্রতীকী ছবি।
advertisement
12/12
*উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং হরিয়ানা, পঞ্জাব, চন্ডিগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে ছত্রিশগড়, মধ্যপ্রদেশ এবং ওড়িশাতে। প্রতীকী ছবি।