TRENDING:

Heatwave Mega Alert: তাপের কামড়ে অসহ্য জ্বলুনি বাংলায়, আগামী দিনে আরও ভয়াল ইঙ্গিত

Last Updated:
Heatwave Mega Alert: পশ্চিমের জেলায় ৪০ ছুঁলো পারদ। ৩৮ ডিগ্রি পেরোলো কলকাতার তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতা ওড়িশায়। সারা দেশ জুড়েই তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিন। সারাদেশে আগামী ৫ দিনে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
1/14
তাপের কামড়ে অসহ্য জ্বলুনি বাংলায়, আগামী দিনে আরও ভয়াল ইঙ্গিত
কলকাতা: পশ্চিমের জেলায় ৪০ ছুঁল পারদ। ৩৮ ডিগ্রি পেরোল কলকাতার তাপমাত্রা।  তাপপ্রবাহের সতর্কতা ওড়িশায়। চৈত্র সংক্রান্তি এবং  বর্ষবরণে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়, শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
2/14
বর্ধমানে ৪০ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। বাঁকুড়াতে ঘাড়ে নিশ্বাস ফেলছে পারদ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশেই দমদম বিমানবন্দরে তাপমাত্রা পেরোল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা বুঝিয়ে দিল আগামী কয়েক দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাংলায়।
advertisement
3/14
উত্তরবঙ্গ পিছিয়ে নেই। মালদহতে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। আর বালুরঘাটে ৩৬.৫ আর বাগডোগরাতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং এর তাপমাত্রাও কুড়ি ডিগ্রি পেরিয়ে গেল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/14
এছাড়া উল্লেখযোগ্য তাপমাত্রা ছিল এদিন আসানসোলে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কলাইকুন্ডা তে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বারাকপুরে ৩৯.৬ এবং ক্যানিংয়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আলিপুরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/14
দক্ষিণবঙ্গে পশ্চিমের রাজ্যগুলির মত শুকনো গরম হাওয়া বইবে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা আরও বাড়তে পারে। পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছয় সাত জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। শনি ও রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
advertisement
6/14
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই গরমে ত্বকে জ্বলুনি ভাব আসতে পারে। লু বইবার আশঙ্কা। গরম ও শুকনো আবহাওয়া থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। দু -এক জেলায় খুব সামান্য সম্ভাবনা ছিঁটেফোঁটা বৃষ্টি হতে পারে।
advertisement
7/14
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। আরও বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতন পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
advertisement
8/14
কলকাতায় পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। শুক্র ও শনিবারে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে।
advertisement
9/14
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২২ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি দুপুরবেলা কলকাতার ফিল লাইক তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অবধি অনুভূত হবে৷ 
advertisement
10/14
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে আগামী ১৫ এপ্রিল শনিবার। পুবালি অক্ষরেখা রয়েছে কেরল থেকে মহারাষ্ট্র পর্যন্ত। এটি কর্ণাটক ও মারাঠাওয়াড়ার মধ্যে দিয়ে গেছে।
advertisement
11/14
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা ওড়িশা রাজ্যজুড়ে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কবার্তা মধ্য মহারাষ্ট্র এলাকায়।
advertisement
12/14
বৃহস্পতিবার উত্তরপ্রদেশে এবং হরিয়ানাতে ঝোড়ো হাওয়া (স্ট্রং সারফেস উইন্ড) বইতে পারে ৩৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায়।
advertisement
13/14
আগামী পাঁচ দিন থেকে কেরল ও মাহেতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা পশ্চিম ভারতের গুজরাত , মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়াতে। দেশের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
14/14
সারা দেশ জুড়েই তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিন। সারাদেশে আগামী ৫ দিনে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। Input- Biswajit Saha
বাংলা খবর/ছবি/কলকাতা/
Heatwave Mega Alert: তাপের কামড়ে অসহ্য জ্বলুনি বাংলায়, আগামী দিনে আরও ভয়াল ইঙ্গিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল