TRENDING:

Lemon price in Kolkata: মুসম্বির সঙ্গে পাল্লা দিচ্ছে পাতি লেবুও! এক পিসের দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

Last Updated:
কলকাতা হোক বা শহরতলির, লেবুর এই আকাশছোঁয়া দর সর্বত্রই প্রায় এক৷
advertisement
1/6
মুসম্বির সঙ্গে পাল্লা দিচ্ছে পাতি লেবুও! এক পিসের দাম শুনে ক্রেতাদের মাথায় হাত
দিন কয়েক আগেও দশ টাকায় তিন থেকে চার পিস পাতি লেবু বাজারে গেলেই পাওয়া যেত৷ অনেক সময় দশ টাকায় পাঁচটি লেবুও বিক্রি হত বাজারে৷ কিন্তু গরম পড়তেই অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে পাতি লেবুর দাম৷ এখন এক পিস লেবুই বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকায়!
advertisement
2/6
কলকাতা হোক বা শহরতলির, লেবুর এই আকাশছোঁয়া দর সর্বত্রই প্রায় এক৷ বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে লেবুর দাম অনেকটা বেড়ে যাওয়াতেই তাঁরাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন৷
advertisement
3/6
গরম কালে লেবুর চাহিদা এমনিতেই বাড়ে, তাই বলে এক পিস পাতি লেবু আট বা দশ টাকায় শেষ কবে কিনতে হয়েছে, তা মনে করতে পারছেন না অনেকেই৷ মজা করে ক্রেতাদের কেউব কেউ বলছেন, মুসম্বি লেবুর সঙ্গে পাল্লা দিচ্ছে পাতি লেবুর দাম৷
advertisement
4/6
লেবুর পাশাপাশি বেশ কিছুটা বেড়েছে লঙ্কার দামও৷ কলকাতা এবং জেলার বাজারে অনেক জায়গাতেই কাঁচা লঙ্কার দাম একশো টাকা কেজিতে পৌঁছে গিয়েছে৷
advertisement
5/6
এমনিতেই পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বাজারে শাকসব্জির দাম আকাশছোঁয়া৷ এর সঙ্গে যুক্ত হয়েছে ফলের চড়া দাম৷ একে রমজান মাস চলছে৷ তার উপরে রাম নবমী এবং অন্নপূর্ণা পুজো পড়ে যাওয়ায় ফলের দামও আগুন৷
advertisement
6/6
আকাশছোঁয়া বাজার দর নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক করেন৷ তার পর এ দিন শহরের একাধিক বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা হানা দেন৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Lemon price in Kolkata: মুসম্বির সঙ্গে পাল্লা দিচ্ছে পাতি লেবুও! এক পিসের দাম শুনে ক্রেতাদের মাথায় হাত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল