Government: ৭% থেকে বাড়িয়ে ১৭%, হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Government: বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য। এমনটাই নবান্ন সূত্রে খবর।
advertisement
1/4

কলকাতা: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করল রাজ্য।
advertisement
2/4
৭ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হল ওবিসি সংরক্ষণ। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য। এমনটাই নবান্ন সূত্রে খবর।
advertisement
3/4
মোট ১৪০টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হল। এর মধ্যে ৭৬টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হল। আগে থাকা ৬৬-র মধ্যে ৬৪টি জাতিকে রাখা হয়েছে। বাকি দুটি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে। সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হল। নবান্ন সূত্রে এমনই খবর।
advertisement
4/4
এসএসসি নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই রাজ্য জানিয়েছিল, তিন মাসের মধ্যে (যার মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে) তারা নতুন ওবিসি তালিকা প্রকাশ করবে। অর্থাৎ এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ওবিসি-দের জন্য কত শতাংশ সংরক্ষণ থাকবে, সে কলামে কী লেখা হবে, সেটা শিক্ষা দফতরের আধিকারিকদের কাছে স্পষ্ট ছিল না। এবার তা স্পষ্ট হয়ে গেল।