Durga Puja 2021: লম্বা ছুটি পুজোয়, বড় প্ল্যান সেরে ফেলুন! কবে বন্ধ হচ্ছে অফিস, খুলছেই বা কবে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Durga Puja 2021: ২০২১-র দুর্গাপুজোয় পুজোর ছুটি শুরু হচ্ছে ১১ অক্টোবর, সোমবার থেকে। অফিস ফের খুলবে ২৫ অক্টোবর অর্থাৎ, সোমবার।
advertisement
1/5

রাজ্য সরকারি কর্মচারীরা এ বছর পুজোয় (Durga Puja 2021) টানা ১৬ দিন ছুটি পাবেন। গত বছর ছিল টানা সতেরো দিনের ছুটি। গত বছর পুজোয় এই ছুটি শুরু হয়েছিল তৃতীয়া থেকে। কিন্তু এ বছর শুরু হচ্ছে মহাষষ্ঠীর দিন থেকে। করোনা আবহে এবারও বেশ কিছু বাড়তি ছুটির সুযোগ পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
advertisement
2/5
এ বছর পুজোর ছুটি শুরু হচ্ছে ১১ অক্টোবর, সোমবার থেকে। অফিস ফের খুলবে ২৫ অক্টোবর অর্থাৎ, সোমবার। তার আগে রয়েছে শনিবার ও রবিবারের ছুটি। সব মিলিয়েই একেবারে টানা ১৬ দিন।
advertisement
3/5
আবার কালীপুজো ও ভাইফোঁটাতেও থাকছে বড় ছুটি। ৪ থেকে ৬ নভেম্বর পরপর তিনদিন ছুটি। তার পরেই রয়েছে ছটপুজোর জন্য পরপর দুদিন ছুটি। ৯ ও ১০ নভেম্বর মিলবে ছট পুজোর ছুটি।
advertisement
4/5
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার প্রতি বছরই পুজোর ছুটিতে লম্বা তালিকাই দিয়ে থাকে। সরকারি কর্মীদের খুশি করা ও কাজে আরও আগ্রহী করে তুলতে ছুটির পন্থা নিয়েছে রাজ্য সরকার।
advertisement
5/5
এ বছরও মাঝে মধ্যেই রয়েছে টানা ছুটি। তার মধ্যে পুজোর ছুটি রয়েছে টানা ১৬ দিনের। তাহলে আর দেরি কেন, তড়িঘড়ি প্ল্যান করে নিন, পুজোর ছুটিতে কোথায় যাবেন আর কী কী করবেন...