TRENDING:

Government Employees: রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, জারি বিজ্ঞপ্তি! অনুমোদন মিলে গেল রাজ্যপালেরও

Last Updated:
Government Employees: অতি সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জিপিএফ সুদের হার সংক্রান্ত নয়া এক বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর।
advertisement
1/9
রাজ্যের সরকারি কর্মীদের বিরাট সুখবর, জারি বিজ্ঞপ্তি!অনুমোদন মিলে গেল রাজ্যপালেরও
পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মীদের জন্য বড় সুসংবাদ। সমস্ত সরকারি কর্মীদের উদ্দেশ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। রাজ্য অর্থ দফতরের তরফে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য।
advertisement
2/9
এই বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মীরা। মাঝেমধ্যেই রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য নিত্যনতুন বিজ্ঞপ্তি জারি করে। সম্প্রতি এমন একটি নতুন নোটিস জারি করা হয়েছে। ‌যে নোটিসে সরকারি কর্মীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
advertisement
3/9
অতি সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জিপিএফ সুদের হার সংক্রান্ত নয়া এক বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর। অতীতে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের তরফ থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে সুদের হার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবার সেই পথে হেঁটে রাজ্য সরকারের তরফ থেকেও রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি করা হল নতুন বিজ্ঞপ্তি।
advertisement
4/9
অর্থ দফতর নতুন একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সরকারি কর্মীরা ত্রৈমাসিকে ৭.১ শতাংশ হারে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ গচ্ছিত অর্থে সুদ পাবেন। এই নিয়ে রাজ্যপালের অনুমোদনও মিলে গিয়েছে। আর এরপরই রাজ্য সরকারের তরফ থেকে কর্মীদের এই বিষয়ে অবগত করার জন্য নতুন বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
advertisement
5/9
সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সার্ভিসে থাকা কর্মীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) এবং পশ্চিমবঙ্গের কনট্রিবিউটরি ফান্ডে এই নির্দিষ্ট সুদের হার প্রযোজ্য হবে। এছাড়া জানা যাচ্ছে যে, রাজ্য সরকার সাধারণত যেসব ক্ষেত্রে জিপিএফ (GPF) সুদ দিয়ে থাকে, তাতেও নাকি প্রযোজ্য হবে এই সুদের হাত।
advertisement
6/9
এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল জিপিএফ সুদের হার ৭.১ শতাংশ হার রাখার বিষয়ে। রাজ্য সরকারি কর্মীদের মধ্যে গ্রুপ এ, বি ও সি শ্রেণির কর্মীদের জিপিএফ (GPF) পরিচালনা করে প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল।
advertisement
7/9
গত কয়েক বছর ধরে অনলাইনেই দেখা যাচ্ছিল GPF স্টেটমেন্ট। তবে এবার থেকে নতুন নিয়ম বলছে, স্টেটেন্টের হার্ড কপি পাওয়া যাবে না। সেক্ষেত্রে সরকারি কর্মীরা বাংলার পিএজি অফিসের ওয়েবসাইটে গিয়ে জিপিএফ স্টেটমেন্ট দেখতে এবং সেটি ডাউনলোড করে নিতে পারবেন।
advertisement
8/9
শুধুমাত্র জিপিএফ সংক্রান্ত আগের বিজ্ঞপ্তিটি নয়, আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছেন প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্য সরকারি কর্মীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বাৎসরিক রিপোর্ট শুধুমাত্র চেক করে নিতে পারবেন অনলাইনেই।
advertisement
9/9
ইতোমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটি। এর পাশাপাশি, সরকারি শিক্ষকদের জিপিএফ লোন সংক্রান্ত নয়া একটি নির্দেশিকাও জারি হয়েছে। আর এই নির্দেশিকায় বলা হয়েছে, বিশেষ সুবিধা পাবেন শিক্ষকরা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Government Employees: রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, জারি বিজ্ঞপ্তি! অনুমোদন মিলে গেল রাজ্যপালেরও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল