TRENDING:

Government Employees: সরকারি কর্মীদের ২৫% ডিএ-এর মধ্যেই বিরাট ঘোষণা! এবার মাইনেও বাড়ছে! কিন্তু কাদের? জারি হয়ে গেল নির্দেশিকা

Last Updated:
Government Employees: কত টাকা মজুরি বাড়ল অস্থায়ী কর্মীদের? নির্দেশিকা অনুযায়ী, অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি ২২ টাকা বাড়ানো হয়েছে।
advertisement
1/7
সরকারি কর্মীদের ২৫% ডিএ-এর মধ্যেই বিরাট ঘোষণা! এবার মাইনেও বাড়ছে! কিন্তু কাদের?
রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ-র ২৫% দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে দৈনিক মজুরির ভিত্তিতে যে অস্থায়ী কর্মীরা কাজ করেন সম্প্রতি শ্রমদফতর তাঁদের ভাতা বৃদ্ধির এক নির্দেশিকা জারি করেছে।
advertisement
2/7
কত টাকা মজুরি বাড়ল অস্থায়ী কর্মীদের? নির্দেশিকা অনুযায়ী, অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি ২২ টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধির পর গ্রুপ ডি কর্মীদের দৈনিক ভাতা বেড়ে ৪৮৭ টাকা হয়েছে। ভাতা হয়েছে গাড়ির চালকদের ৪৯৭ টাকা এবং গ্রুপ সি কর্মীদের ৪৯৮ টাকা।
advertisement
3/7
সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ ঘোষণা করা হলেও তার সঙ্গে সঙ্গতি রেখে দৈনিক মজুরি ভিত্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মীদের ভাতা বাড়ানো হয়।
advertisement
4/7
১ এপ্রিল থেকে সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বেড়ে ১৮ শতাংশ হয়েছে। ২২ টাকা করে দৈনিক মজুরি বৃদ্ধিও একই সময় থেকে কার্যকর করার নির্দেশিকা দিয়েছে শ্রমদফতর।
advertisement
5/7
কিন্তু শ্রমদফতর নির্দেশ দিলেও, অভিযোগ রয়েছে যে, বিভিন্ন দফতর তাদের অধীনস্থ এই ধরনের কর্মীদের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করতে দেরি করে। রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী জানান, তিনি বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকদের এই বিষয়টি জানিয়েছেন।
advertisement
6/7
কিন্তু এবারও অনেক অফিসে বর্ধিত মজুরি কার্যকর করতে দেরি হচ্ছে। পিএইচই, সেচ, পিডব্লুডি প্রভৃতি ইঞ্জিনিয়ারিং দফতরগুলিতে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মীরা কাজ করেন।
advertisement
7/7
অনেক ক্ষেত্রে এই কর্মীদের নেওয়া হয় ঠিকাদারের মাধ্যমে। পিএইচই’র পানীয় জল সরবরাহের পাম্পিং স্টেশনগুলি চালানো হয় এঁদেরই মাধ্যমে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Government Employees: সরকারি কর্মীদের ২৫% ডিএ-এর মধ্যেই বিরাট ঘোষণা! এবার মাইনেও বাড়ছে! কিন্তু কাদের? জারি হয়ে গেল নির্দেশিকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল