সাড়ে পাঁচ মাস পর গ্যালিফ স্ট্রিটে শুরু হল পোষ্য-পাখির হাট, শিকেয় সামাজিক দূরত্ববিধি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
করোনার জেরে লকডাউনের কারণে গত মার্চ মাসের শেষ থেকে গ্যালিফ স্ট্রিটে বন্ধ ছিল পোষ্য ও পাখির হাট। পুরসভা ও প্রশাসনের অনুমতি পাওয়ার পর রবিবার থেকে আবার চালু হল এই হাট।
advertisement
1/5

*করোনার জেরে লকডাউনের কারণে গত মার্চ মাসের শেষ থেকে গ্যালিফ স্ট্রিটে বন্ধ ছিল পোষ্য ও পাখির হাট। পুরসভা ও প্রশাসনের অনুমতি পাওয়ার পর রবিবার থেকে আবার চালু হল এই হাট।
advertisement
2/5
*প্রশাসনের নির্দেশমতো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত রকম বিধি মেনেই চালু করা হয়েছে এই হাট। তবে বিকেল চার'টের বদলে সকাল ১১টার মধ্যেই বন্ধ করা হবে হাট। বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে কমানো হয়েছে তাদের সংখ্যাও।
advertisement
3/5
*প্রত্যেক বিক্রেতার মধ্যে চার থেকে ছ'ফুট দূরত্ব রাখা হচ্ছে। তাদের দেওয়া হয়েছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার। ৪০ জন করে বিক্রেতা এখন থেকে বসবেন হাটে। তাদের সঙ্গে সহকারি হিসেবে কেউ থাকতে পারবেন না। এদিন গ্যালিফ স্ট্রিটে হাট পরিদর্শন করতে আসেন মন্ত্রী ব্রাত্য বসু ও প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ।
advertisement
4/5
*আগের মতই এখনও এই হাটে বিভিন্ন রকমের পাখি, কুকুর, খরগোস, রঙিন মাছ বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, লকডাউনের জেরে তারাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। কারণ, এটাই তাদের একমাত্র পেশা। তবে তারা আশাবাদী এখন হাট চালু হওয়ায় তারা আবার আগের দিন ফিরে পাবেন।
advertisement
5/5
*হাট কর্তৃপক্ষ বিক্রেতাদের জন্য সুরক্ষা বিধি ও সামাজিক দূরত্বের ব্যবস্থা করলেও এ দিন যে পরিমাণ ক্রেতার ভিড় জমেছিল এই হাটে তাতে সামাজিক দূরত্বের কোনও চিহ্ন ছিল না। কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণ করতে স্বেচ্ছাসেবকদের ব্যবস্থা করলে তারাও হিমশিম খেয়েছেন ভিড় নিয়ন্ত্রণ করতে। পরবর্তীতে ক্রেতাদের ভিড় নিয়ন্ত্রণ করতে না পারলে এই হাট থেকেই সংক্রমনের আশঙ্কা থেকে যাচ্ছে।