Free Covid-19 Booster Dose: আজ থেকেই শুরু বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! কারা পাবেন? কোথা থেকে পাবেন টিকা? জানুন যাবতীয় তথ্য
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
এ যাবৎ শুধুমাত্র প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বিনামূল্যে বুস্টার (Coronavirus Booster Dose) ডোজ প্রদান করা হত। বাকিদের টাকা দিয়ে নিতে হত বুস্টার ডোজ।
advertisement
1/7

এখনও দেশে সময়মতো বুস্টার ডোজ নেননি ৯২ শতাংশ মানুষ। অন্যদিকে বাড়ছে করোনার (Coronavirus) বাড়বাড়ন্ত। এই অবস্থায় দাঁড়িয়ে আজ থেকে দেশজুড়ে বিনামূল্যে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের কর্মসূচি চালু হচ্ছে। আগামী ৭৫ দিন চলবে এই কর্মসূচি। কারা এবং কোথা থেকে সেই বুস্টার ডোজ পাবেন? জেনে নিন টিকা সংক্রান্ত খুঁটিনাটি সব তথ্য (Free Covid-19 Booster Dose)।
advertisement
2/7
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী আজ থেকে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদান করা হবে। অর্থাৎ দেশের ১৮ বছরের ঊর্ধ্বে সকল মানুষ আজ থেকে বিনামূল্য বুস্টার ডোজ নিতে পারবেন। এই কর্মসূচি ৭৫ দিন চলবে (Free Covid-19 Booster Dose)।
advertisement
3/7
এবার প্রশ্ন হল বিনামূল্যে কোন কোন জায়গা থেকে বুস্টার ডোজ পাবেন সাধারণ মানুষ? জানা যাচ্ছে নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত সরকারি টিকাকেন্দ্র থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বিনামূল্যে বুস্টার ডোজ (করোনাভাইরাস টিকার ‘প্রিকশন’ বা তৃতীয় ডোজ) নিতে পারবেন।
advertisement
4/7
করোনার টিকা নেওয়ার ঠিক কতদিন পর বুস্টার ডোজ মিলছে? করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছ'মাস অর্থাৎ ২৬ সপ্তাহ অতিক্রান্ত হলেই কোনও ব্যক্তি বুস্টার ডোজ নিতে পারবেন। সেভাবেই আজ থেকে বিনামূল্যে ১৮ বছরের ঊর্ধ্বে বুস্টার ডোজ প্রদান করা হবে।
advertisement
5/7
পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯২ শতাংশ মানুষ (যাঁরা বুস্টার ডোজ নিতে পারেন) নির্দিষ্ট সময় মতো করোনা টিকার তৃতীয় ডোজ নেননি। ১৮-৪৫ বছরের ক্ষেত্রে ৯৮.৮ শতাংশ মানুষ 'লেট' করেছেন। ৪৫-৬০ বয়সিদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় মতো বুস্টার ডোজ নেননি ৯৮ শতাংশ মানুষ। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে ৭৩ শতাংশ ‘লেট’ করেছেন (Free Covid-19 Booster Dose)।
advertisement
6/7
এই পরিস্থিতিতে আজ থেকে ৭৫ দিনের বুস্টার ডোজ কর্মসূচিতে বাড়তি জোর দিচ্ছে কেন্দ্র। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, 'ভারত স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে। আজাদি অমৃতকাল উদযাপনের আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে বিনামূল্যে বুস্টার ডোজ প্রদান করা হবে।'
advertisement
7/7
এ যাবৎ শুধুমাত্র প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বিনামূল্যে বুস্টার (Coronavirus Booster Dose) ডোজ প্রদান করা হত। বাকিদের টাকা দিয়ে নিতে হত বুস্টার ডোজ। শুক্রবার থেকে সব প্রাপ্তবয়স্ক নাগরিকই বিনামূল্যে বুস্টার ডোজ পাবেন।