TRENDING:

Royal Bengal Tiger in Kolkata: সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলবে নাকি শহরের বুকেই! কী পরিকল্পনা বনমন্ত্রীর?

Last Updated:
সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলবে নাকি শহরের বুকেই। এমনই পরিকল্পনা রাজ্য বন দফতরের।
advertisement
1/7
রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলবে নাকি শহরের বুকেই! কী পরিকল্পনা বনমন্ত্রীর?
*সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলবে নাকি শহরের বুকেই। এমনই পরিকল্পনা রাজ্য বন দফতরের। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ ছাড়াও নতুন নতুন প্রাণী আনার যেমন পরিকল্পনা রয়েছে আলিপুর চিড়িয়াখানায়। বনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম আলিপুর চিড়িয়াখানা পরিদর্শনের পর এমনই নানা পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সঙ্গে ছিলেন বিভাগীয় প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ফাইল ছবি। 
advertisement
2/7
*শুধু আলিপুর চিড়িয়াখানা নয়, শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্কের পরিকাঠামোর উন্নয়নেও জোর দেওয়া হবে। খুব শীঘ্রই তা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন বনমন্ত্রী। এ দিন বন দফতরের আধিকারিক এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চিড়িয়াখানাগুলির আধুনিকীকরণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ফাইল ছবি। 
advertisement
3/7
*গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক চিড়িয়াখানায় পশুদের মধ্যেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। এমনকী মারণ ভাইরাস ইতিমধ্যেই চিড়িয়াখানায় থাকা বেশ কয়েকটি পশুর প্রাণও কেড়েছে। এই পরিস্থিতিতে চিড়িয়াখানায় কীভাবে পশুদের যত্ন নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখেন তিনি। ফাইল ছবি। 
advertisement
4/7
*চিড়িয়াখানার আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। করোনা মোকাবিলায় আরও কী কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়েও এ দিন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। এ দিন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে চিড়িয়াখানার বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। আলিপুর চিড়িয়াখানায় কোথায় কী সমস্যা এখনও রয়ে গিয়েছে সবিস্তারে তার খোঁজ নেন। ফাইল ছবি। 
advertisement
5/7
*গত কয়েক মাসে দেশের নানা প্রান্তে বেশ কয়েকটি চিড়িয়াখানাতেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। সপ্তাহখানেক তামিলনাড়ুর চেন্নাইতে একটি চিড়িয়াখানায় করোনা আক্রান্ত হয়ে একটি সিংহের মৃত্যু হয়। ওই চিড়িয়াখানার আরও বেশ কয়েকটি সিংহের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। পশুদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ গোটা দেশে। করোনার উপসর্গ থাকায় ইতিমধ্যেই একাধিক চিড়িয়াখানায় পশুদেরও কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ফাইল ছবি। 
advertisement
6/7
*চিড়িয়াখানা গুলিতে যাতে পশুদের শারীরিক পরিস্থিতির দিকে সব সময় খেয়াল রাখা যায়, সেই ব্যাপারে জোরদার তৎপরতা নেওয়া হচ্ছে। নির্দিষ্ট দিন অন্তর দেশের বেশ কিছু চিড়িয়াখানায় পশুদের করোনা পরীক্ষা করা হচ্ছে। দেশের ছোট-বড় সব চিড়িয়াখানাতেই পশুদের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। ফাইল ছবি। 
advertisement
7/7
*প্রথম পরিদর্শন শেষে মন্ত্রীর ঘোষণা চিড়িয়াখানার পশু পাখিদের জন্য চিড়িয়াখানার মধ্যেই তৈরি হবে তিনি হাসপাতাল।  ইতিমধ্যে চিড়িয়াখানার মধ্যেই চিহ্নিত করা হয়েছে জমি।  শুধু তাই নয় শিশুদের বিনোদনের জায়গায় চিড়িয়াখানার মধ্যে নিরাপত্তা নিয়েও কোনও ত্রুটি রাখতে চান না মন্ত্রী । অতীতে পশু এনক্লোজার এ মানুষের ঢুকে পড়ার ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন জ্যোতিপ্রিয় মল্লিক।  তাই বাঘ-সিংহের এনক্লোজার গুলিতে আরও নিরাপত্তা বাড়ানো হবে।  একইসঙ্গে জালগুলিকে আধুনিকীকরণ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Royal Bengal Tiger in Kolkata: সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলবে নাকি শহরের বুকেই! কী পরিকল্পনা বনমন্ত্রীর?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল