Bengal Weather Forecast: আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে অস্বস্তি
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
৩১ এ মে সোমবার (Bengal Weather Forecast) কেরলে মৌসুমী বায়ু ঢোকার পূর্বাভাস থাকলেও তা আরও কিছুটা পিছিয়ে এই সপ্তাহেই কেরলে প্রবেশ করবে।
advertisement
1/5

আজও বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টি রাজ্যে। আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি না হলে তাপমাত্রা বাড়বে সঙ্গে জলীয়বাষ্প থাকায় অস্বস্তিও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিন প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওড়িশা, ঝাড়খন্ড এবং উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে।
advertisement
2/5
বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বঙ্গোপসাগরে এগোচ্ছে সক্রিয় মৌসুমী বায়ু। এরফলেই প্রাক বর্ষার বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে। গতকাল দিনভর বৃষ্টি ও মেঘলা আকাশে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে নেমে গেছে। বিক্ষিপ্ত বৃষ্টি স্বস্তি না দিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বরং অস্বস্তি বাড়াবে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। গরম আর জলীয় বাষ্পের কারণে অস্বস্তি ও থাকবে।
advertisement
3/5
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য। বৃহস্পতিবার মৌসুমীবায়ু ঢুকছে কেরলে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু। মঙ্গলবার থেকে আরও সক্রিয় হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী চার থেকে পাঁচ দিন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস।
advertisement
4/5
৩১ এ মে সোমবার কেরলে মৌসুমী বায়ু ঢোকার পূর্বাভাস থাকলেও তা আরও কিছুটা পিছিয়ে এই সপ্তাহেই কেরলে প্রবেশ করবে। আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী বৃহস্পতিবার কেরলে ঢুকতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। কর্ণাটক উপকূলে ঘূর্ণাবর্ত । সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। পরিস্থিতি অনুকূল থাকায় আবহাওয়াবিদদের অনুমান এই সপ্তাহের মধ্যেই ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করবে বর্ষা। কেরলে বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ুর প্রবেশ করার ক্যালেন্ডার অনুযায়ী সূচি পয়লা জুন। তার দুদিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ডের বর্ষা ঢুকে যাবে এমনই অনুমান করছেন আবহাওয়াবিদরা। নির্ধারিত দিনের চার দিন আগে এবং পরে মৌসুমী বায়ু ঢুকলে সেটাকে স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয় আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী। সে ক্ষেত্রে মৌসুমী বায়ু কেরলে স্বাভাবিক সময়েই ঢুকছে বলে জানাল আবহাওয়া দফতর ৷
advertisement
5/5
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি। পঞ্জাবে ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা এর ফলে পঞ্জাব, হরিয়ানা-সহ সংলগ্ন রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব উত্তর প্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বিহার ও উত্তরপ্রদেশের পূর্বে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা । আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটক উপকূলে। একটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। এর প্রভাবে দক্ষিণের বেশকিছু রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস।কেরল ও কর্নাটকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।