কাকে বলে শৈত্যপ্রবাহ, কলকাতার হাড়হিম করা ঠান্ডায় কবে রয়েছে শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানুন পূর্বাভাস
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Cold Wave in Winter: কাকে বলে এই শৈত্যপ্রবাহ, আসুন একবার মনে করে নিই
advertisement
1/6

কলকাতাবাসীর আক্ষেপ দূর করে জমিয়ে ঠান্ডা পড়েছে নতুন বছরের প্রথম সপ্তাহেই। পৌষের শীতে হাড়হিম বঙ্গবাসীর। ঠান্ডা নিয়ে সামাজিক মাধ্যমে বাজিমাত করেছে হরেক মিম ও রসিকতা।
advertisement
2/6
ঠান্ডার পড়লেই যে শব্দটা ঘোরাফেরা করে আবহবিদদের আলোচনায়, তা হল শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ। শৈত্যপ্রবাহ শুরু হলে সেই অবস্থা হতে পারে যাকে বলে একে ঠান্ডায় রক্ষে নেই, প্রবাহ দোসর।
advertisement
3/6
কিন্তু কাকে বলে এই শৈত্যপ্রবাহ, আসুন একবার মনে করে নিই। ছোটবেলায় পড়া ভূগোল তথা ভৌগোলিক টার্ম ভুলে গেলে আরও একবার ঝালিয়ে নিই।
advertisement
4/6
সাধারণত সমতলে কোনও অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে হয় এবং স্বাভাবিকের থেকে তার পার্থক্য ন্যূনতম ৫ ডিগ্রি হয়, তাহলে আবহাওয়ার সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলা হয়।
advertisement
5/6
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখনই কলকাতা-সহ রাজ্যের অন্য অংশে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তবে ঠান্ডার ইনিংস চলবে।
advertisement
6/6
বাংলার ইতিহাসে শৈত্যপ্রবাহ এর আগেও হয়েছে৷ বিশেষ করে পাহাড়, রাঢ়বঙ্গের মানুষ এর সঙ্গে বহুল পরিচিত৷ এ বছর এখনও সম্ভাবনা দেখা না গেলেও মানসিক প্রস্তুতি থাকা ভাল৷