Weather: ইদের সকাল থেকেই তুমুল দুর্যোগ বাংলায়! কলকাতা-সহ কোন কোন জেলায় ঝড়বৃষ্টি-বাজের তাণ্ডব? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Eid Ul Fitr 2024 Weather: ইদের দিন রাজ্যের সমস্ত জেলাতে কমবেশি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
1/13

*বৃহস্পতিবার রাজ্যে পালিত হবে খুশির ইদ। ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে। বাংলার আবহাওয়া দিন কয়েক ধরে বেশ মনোরম। তবে পূর্বাভাস অনুযায়ী ফের বাড়তে শুরু করবে গরম। বুধবার থেকেই তার আভাস মিলছে। সংগৃহীত ছবি।
advertisement
2/13
*বৃহস্পতিবার ইদের দিন রাজ্যের সমস্ত জেলাতে কমবেশি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হতে পারে বৃষ্টি। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং-সহ পার্বত্য এলাকাগুলিতে। সংগৃহীত ছবি।
advertisement
3/13
*বুধবার শহরে ভ্যাপসা গরম থাকবে। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সংগৃহীত ছবি।
advertisement
4/13
*ইদের দিন উত্তরে বেশি বৃষ্টি এবং দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সংগৃহীত ছবি।
advertisement
5/13
*ইদের দিন উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে শুকনো আবহাওয়া। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সংগৃহীত ছবি।
advertisement
6/13
*আগামিকাল বৃহস্পতিবার ইদের দিন ফের কলকাতায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। কলকাতার দিন এবং রাতের তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের থেকে নীচে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। সংগৃহীত ছবি।
advertisement
7/13
*ইদে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বুধবার আংশিক মেঘলা থাকবে আকাশ। বাড়তে পারে গরম। স্থানীয়ভাবে কোনও কোনও জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও সার্বিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই বললেই চলে। সংগৃহীত ছবি।
advertisement
8/13
*বৃহস্পতিবার ইদের দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই বললেই চলে। কোনও কোনও জায়গায় হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
9/13
*বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
10/13
*জেলায় জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
11/13
*আজ বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে বৃষ্টিপাত। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সংগৃহীত ছবি।
advertisement
12/13
*শুক্রবার থেকে উত্তরবঙ্গের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে। সংগৃহীত ছবি।
advertisement
13/13
*উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী সাত দিন সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংগৃহীত ছবি।