ED Raid: সকাল থেকেই ফের অভিযানে ইডি, তল্লাশি চলছে এক ব্যবসায়ীর বাড়ি-সহ কলকাতার একাধিক জায়গায়
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ED Raid in Kolkata: শুক্রবার একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
advertisement
1/4

সকাল থেকেই ফের অভিযানে নামল ইডি। শুক্রবার একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
advertisement
2/4
১৭৮ পিয়ারী মোহন রায় রোড, চেতলা। বিশ্বরূপ বসু পেশায় পরিবহণ ব্যবসায়ী। নিয়োগ দুর্নীতির টাকা কীভাবে কোথায় কার কার কাছে পৌঁছে গিয়েছে, তা তদন্ত করতে চলছে এই তল্লাশি। ইডি সূত্রে জানা গিয়েছে, চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় তল্লাশি অভিযান চলছে।
advertisement
3/4
বিশ্বনাথবাবু HRBC-তে কর্মরত। তিনি সেখানকার অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্ন ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। প্রসন্নকে গাড়ি সাপ্লাই করতেন এই ব্যবসায়ী বলে অভিযোগ।
advertisement
4/4
এদিকে স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুর সাহা কলোনির ফ্ল্যাটে এখনও তল্লাশি চলছে আয়কর দফতরের। বুধবার সকালে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি শুরু করেন। একটানা ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও তল্লাশি চলছে।