টাকার নোট ভর্তি ব্যাগ, ভরি ভরি গয়না...! বাংলা ও ঝাড়খণ্ডে একাধিক কয়লা ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, বিপুল টাকা, সোনাদানা উদ্ধার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
ED Raid: অবৈধ কয়লা খনন ও পরিবহনের অভিযোগে বাংলা, ঝাড়খণ্ড মিলিয়ে ৪০ জায়গায় ইডির হানা। রাজ্যের ২৪টি জায়গায় এবং ঝাড়খণ্ডের ১৮টি জায়গায় অভিযান চালায় ইডি। ব্রিফকেস এবং ব্যাগে পাওয়া যায় বিপুল পরিমান টাকা! এখনও একাধিক জায়গা চলছে তল্লাশি।
advertisement
1/8

অবৈধ কয়লা খনন ও পরিবহনের অভিযোগে বাংলা, ঝাড়খণ্ড মিলিয়ে ৪০ জায়গায় ইডির হানা। রাজ্যের ২৪টি জায়গায় এবং ঝাড়খণ্ডের ১৮টি জায়গায় অভিযান চালায় ইডি। ব্রিফকেস এবং ব্যাগে পাওয়া যায় বিপুল পরিমান টাকা! এখনও একাধিক জায়গা চলছে তল্লাশি।
advertisement
2/8
শুক্রবার সকাল থেকেই ঝোড়ো তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দল। সূত্রের খবর, এখনও পর্যন্ত ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ১কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এখনও চলছে তল্লাশি অভিযান।
advertisement
3/8
কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা ও হাওড়ার একাধিক জায়গায় সকাল সকাল পৌঁছে যায় গোয়েন্দাদের টিম। সল্টলেকের একে ব্লকে ২২৫ নম্বর বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকরা। এই বাড়ির মালিকের নাম নরেন্দ্র খারকা।
advertisement
4/8
এছাড়াও আসানসোল, দুর্গাপুর-সহ একাধিক জায়গায় ইডির অভিযান চলে রাজ্যে। গোপাল ঝুনঝুনওয়ালা নামে এক ব্যবসায়ী বাড়ি এখানে প্রবেশ করেছেন ইডির আধিকারিকরা।অভিযোগ, কয়লা পাচারকাণ্ডের কালো টাকা এই ব্যবসায়ীর কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছিল।
advertisement
5/8
কলকাতা-হাওড়ায় আরও বেশ কয়েকটি জায়গায় হানা দেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।সল্টলেক-ইএম বাইপাসে একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। সূত্রের খবর, সল্টলেক, বাইপাস সংলগ্ন একটি আবাসন ও হাওড়ায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
6/8
তল্লাশি চলেছে রানিগঞ্জের বাসিন্দা নরেন্দ্র খারকার বাড়ি ও অফিসে। কয়লা মাফিয়া হিসাবে খ্যাত দুর্গাপুরের অফিস রয়েছে এই নরেন্দ্র খারকার। বেআইনিভাবে খনি অঞ্চলে র্যাট হোল তৈরি করা, পরিত্যক্ত খনি থেকে কয়লা তুলে পাচার করার অভিযোগ রয়েছে খারকার বিরুদ্ধে।
advertisement
7/8
হাওড়া ডোমজুড় এলাকার এক অভিজাত আবাসনেও চলে ED হানা। পরভেজ আলম নামে কয়লা ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান ED আধিকারিকরা। CJ তিন নম্বর গোপাল ঝুনঝুনওয়ালা নামে এক ব্যবসায়ীর বাড়িতেও ঢুকেছে ইডির টিম। এখনও চলছে তল্লাশি।
advertisement
8/8
প্রসঙ্গত, এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে, বালিপাচার মামলার তদন্তে শহর কলকাতার একাধিক ঠিকানায় হানা দেন ইডির গোয়েন্দারা৷ শুধু কলকাতাতেই নয়, ইডি-র টিম পৌঁছয় আসানসোলের তিন জায়গায়। ঝাড়গ্রামের চার জায়গাতেও।