TRENDING:

Vegetable Price Hike: সবজিতে হাত দিলেই ১০০ টাকার ছ্যাঁকা, ‘এত’ দাম বাড়ার কারণ কি

Last Updated:
ফোড়েদের দালালিতে কলকাতার (Kolkata) বাজারে শাক সবজির দাম আকাশছোঁয়া (Vegetable Price Hike)। নিষ্পেষিত হচ্ছে চাষি এবং সাধারণ ক্রেতারা। টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ শত চেষ্টা করলেও এখনো বিষয়টিকে লঘু করতে পারেনি।
advertisement
1/4
Vegetable Price Hike: সবজিতে হাত দিলেই ১০০ টাকার ছ্যাঁকা,‘এত’ দাম বাড়ার কারণ কি
#কলকাতা: কালোবাজারি রুখতে কলকাতা (Kolkata) শহরের প্রতিটি বাজার ঘুরে পরিদর্শন করলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (EB) আধিকারিকরা।বেশ কয়েকদিন ধরে বাজারে প্রায় সবজির দাম (Vegetable Price) প্রতি কেজি ১০০ টাকার বেশি।সবজির দাম এত বাড়ার (Vegetable Price Hike) কারণ কি ?সেটা নিয়ে কিন্তু ধন্দে রয়েছে প্রশাসন।অভিযোগ চাষি এবং বাজারের মধ্যে ফড়েদের উৎপাতে বাড়ছে শাক সবজির দাম। যে সব্জি বাজারে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।সেই সবজি চাষিরা বিক্রি করছে ২০-২৫ টাকা কেজিতে। Photo- PTI
advertisement
2/4
দাম এতো বেশি কেনো? জিজ্ঞাসা করতে ,পাইকারিদারদের বক্তব্য,ডিজেলের জন্য বহন খরচ অনেক বেড়ে গেছে। সবজি অতি বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে।যার ফলে কলকাতা (Kolkata) বাজারে চাহিদা থাকলেও যোগান কম। দাম বৃদ্ধির (Vegetable Price Hike) কারণ নিয়ে এনফোর্সমেন্ট আধিকারিকদেরও একই বক্তব্য। সকাল ৯:৩০ মিনিট নাগাদ বেলেঘাটা সরকার বাজার ও রাসমণি বাজারে যান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। তারা প্রতিটি দোকান ঘুরে দেখেন,প্রত্যেককে সবজির দাম জিজ্ঞাসা করে চলে যান। এক চাষির কথায়, কোন দ্রব্য লরিতে আনতে গেলে আগে একশ কিলোমিটার দূরত্বে দশ টন মালের খরচ পড়ত আট হাজার টাকা। এখন সে খরচটা এগারো কিংবা বারো হাজার টাকা। Photo- File
advertisement
3/4
এখন তিন থেকে চার হাজার টাকা পরিবহনের খরচ বেড়েছে। দশ হাজার কেজিতে চার হাজার টাকা বেড়েছে।অর্থাৎ কেজিপ্রতি বহন খরচ চল্লিশ পয়সা বৃদ্ধি হয়েছে।চাষিরা চাষের খরচ বাড়ার জন্য আগের থেকে একটু বেশি দামে তাদের ফসল বিক্রি করছে। তার বক্তব্য,কেজিতে চল্লিশ পয়সা সহ আনুষঙ্গিক খরচ সহ যদি এক টাকা করে বৃদ্ধি হয় । Photo- File
advertisement
4/4
তাহলে বর্তমান বাজারে সেটা দেখা যাচ্ছে কেজিতে কুড়ি থেকে ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি। ওই চাষির আরো অভিযোগ, মধ্যে ওই ২০-৬০ টাকা ব্যবধান এটা কারা নিচ্ছে? সাধারণ মানুষ অত কিছু বোঝেনা। বাজারে দাম বাড়লে দোকানদারের কথা শুনে বলছে পেট্রোল-ডিজেলের দাম এর জন্য সব কিছুর দাম বেড়েছে। আসল সমস্যা কোথায়? বাজার ফেরৎ এক ব্যক্তি বললেন, সমস্যার ভিতরে যান,' আপনিও হারিয়ে যাবেন।' Photo- File
বাংলা খবর/ছবি/কলকাতা/
Vegetable Price Hike: সবজিতে হাত দিলেই ১০০ টাকার ছ্যাঁকা, ‘এত’ দাম বাড়ার কারণ কি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল