Eastern Railway: লোকাল ট্রেনের সাধারণ কামরার জন্য পূর্ব রেলের নতুন নিয়ম, প্রত্যেকের জানা উচিৎ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Eastern Railway: এবার সেই ছানার বিষয়েই নড়েচড়ে বসল পূর্ব রেলওয়ে। পূর্ব রেলের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ছানার বালতি বা ঝুড়ি থাকলে এবার থেকে ওঠা যাবে না ট্রেনের সাধারণ কামরায়।
advertisement
1/5

নিত্যযাত্রী, বিশেষত লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, একটু বেলা বাড়লেই অনেক ট্রেন কার্যত চলে যায় ছানার কারবারিদের দখলে। গোটা ট্রেনে ছেয়ে থাকে ছানার বালতি বা ঝুড়ি। ফলে সাধারণ যাত্রীরাই ওঠানামা করতে পারেন না।
advertisement
2/5
এবার সেই ছানার বিষয়েই নড়েচড়ে বসল পূর্ব রেলওয়ে। পূর্ব রেলের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ছানার বালতি বা ঝুড়ি থাকলে এবার থেকে ওঠা যাবে না ট্রেনের সাধারণ কামরায়। কেবলমাত্র ভ্যান্ডর কামরাতেই উঠতে পারবেন ছানা ব্যবসায়ীদের। এর ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলে ধারনা অনেকের।
advertisement
3/5
প্রসঙ্গত, কলকাতা লাগোয়া জেলাগুলি, বিশেষত হুগলি-বর্ধমানের মতো জায়গাগুলি থেকে রোজ কয়েকশ’ কুইন্ট্যাল ছানা আসে কলকাতা শহরের মিষ্টির দোকানগুলিতে। আর সেই ছানা আনতে মূলত ট্রেনের উপরই ভরসা করেন ব্যবসায়ীরা। বিশেষত লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনে করেই কলকাতায় ছানা নিয়ে আসেন তাঁরা।
advertisement
4/5
মূলত বালতি বা ঝুড়িতে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে ট্রেনে করে ছানা পরিবহণ করা হয়। কিন্তু সেই ছানা থেকে এতই গন্ধ ছড়ায় যে ট্রেনে ওঠাই দায় হয়ে যায় অনেক সময়। সেইসঙ্গে বালতি বা ঝুড়ি চুঁইয়ে ছানার জল বাইরে এসে নোংরা করে ট্রেনের কামরা। ফলে সাধারণ বগিতেও ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা।
advertisement
5/5
গত শনিবার কৃষ্ণনগরে রেল পুলিশের সঙ্গে ছানা ব্যবসায়ীদের বৈঠক হয়। সেখানেই এই বিষয়গুলি উঠে আসে। ওই বৈঠকই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে ভেন্ডার কামরা ছাড়া অন্য কোনও কামরায় ছানার বালতি বা ঝুড়ি তোলা যাবে না। ভেন্ডারের দরজাও বন্ধ করতে পারবেন না তাঁরা। লালগোলা প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনগুলিতে এই নতুন নিয়ম লাগু হবে।