North Bengal Train: পর্যটকদের পোয়া বারো, উত্তরবঙ্গের জন্য চালু ৪ জোড়া স্পেশ্যাল ট্রেন! কবে থেকে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
North Bengal Train: ভ্রমণ পিপাসুদের কথা ভেবেই এবার উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন বাড়াচ্ছে পূর্ব রেলওয়ে। সেই বিষয়ে ট্যুইটও করা হয়েছে রেলের তরফে।
advertisement
1/5

#কলকাতা: করোনার থাবা সামলে ফের পর্যটনে জোয়ার এসেছে বাংলায়। আর সেই সূত্রেই ছুটির মরশুমে পাহাড়মুখী বাঙালি পর্যটকরা। এবার পর্যটকদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল রেলও (Howrah-NJP)। ভ্রমণ পিপাসুদের কথা ভেবেই এবার উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন বাড়াচ্ছে পূর্ব রেলওয়ে। সেই বিষয়ে ট্যুইটও করা হয়েছে রেলের তরফে।
advertisement
2/5
কোন কোন স্পেশ্যাল ট্রেন চালু হচ্ছে উত্তরবঙ্গের জন্য? রেল সূত্রে খবর, ০২৩০৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, ০২৩০৮ নিউ জলপাইগুড়ি - হাওড়া স্পেশ্যাল, ০৩৭৫৫১ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল এবং ০৩৭৫২ নিউ জলপাইগুড়ি- শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন চালু হচ্ছে।
advertisement
3/5
এই চার জোড়া নতুন ট্রেন যাত্রা শুরু করবে ৩০ ডিসেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার থেকে। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মিলবে এই স্পেশ্যাল ট্রেনের পরিষেবা। হাওড়া এবং শিয়ালদা থেকে আপ এবং ডাউনে নতুন চার জোড়া করে ট্রেন চালাবে রেল।
advertisement
4/5
হাওড়া- নিউ জলপাইগুড়ি এবং শিয়ালদা-নিউ জলপাইগুড়ি রুটে দু জোড়া করে স্পেশাল ট্রেনের পরিষেবা চালু হতে চলেছে আগামীকাল থেকেই।
advertisement
5/5
পাহাড়ে যেতে এখন উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। সেইসঙ্গে রয়েছে কোভিড বিধি যাতে বজায় থাকে, তাই যাত্রী চাপ সামলাতেই এই চারটি স্পেশ্যাল ট্রেন চালু করল রেল।