Durga Puja Parikrama 2025: হাতের মুঠোয় সেরা পুজো, উত্তর থেকে দক্ষিণ কলকাতা, কোন মেট্রো স্টেশনে নামলে শহরের কোন দুর্গা প্রতিমা দর্শন করতে পারবেন?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Durga Puja Parikrama 2025: উত্তর থেকে দক্ষিণ কলকাতা, কোন মেট্রো স্টেশনে নামলে কোন ঠাকুর দেখবেন?
advertisement
1/14

দুর্গাপুজোর আজ মহাসপ্তমী ৷ মেট্রোপথে ঠিক কোন কোন ঠাকুর দেখতে পারবেন কোন কোন স্টেশনে নামলে একনজরে দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
দক্ষিণ কলকাতার সেরা পুজোর অন্যতম হল ৭৫ পল্লী, চক্রবেরিয়া, সর্বজনীন, ভবানীপুর অবসরের পুজো দেখতে হলে নামতে হবে নেতাজি ভবন মেট্রো স্টেশনে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
যতীন দাস পার্কে নামলে ম্যাডক্স স্কোয়ার, বকুলতলার পুজো দেখতে পারবেন, হাজারা পার্কের পুজো দেখতে পারেন ৷ তবে নেতাজি ভবনে নামলেও যাওয়া যেতে পারেন বকুলতলায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
কালীঘাট মেট্রো স্টেশনে নামলে বাদামতলা আষাঢ় সংঘ, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, চেতলা অগ্রণী, চেতলা অগ্রণী, দেশপ্রিয়, ত্রিধারা সম্মিলনী ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী সংঘ, একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্তান পার্ক, বোসপুকুর শীতলা মন্দির, বোসপুকুর তালবাগান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
রবীন্দ্র সরোবরে নামলে মুদিয়ালি, শিবমন্দির, সুরুচি সংঘ, আলিপুর সর্বজনীন, মহানায়ক উত্তম কুমারে নামলে হরিদেবপুর অজেয় সংহতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
৪১ পল্লী, বিবেকানন্দ অ্যাথেলেটিক ক্লাব, ঠাকুরনগর এসবি পার্ক, বেহালা ফ্রেন্ডস, বেহালা নতুন দল, গীতাঞ্জলিতে নামলে দেখতে পারবেন নাকতলা উদয়ন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
কবি নজরুল (গড়িয়া বাজার এলাকা) সেখানে নবদুর্গা, পঞ্চদুর্গা, এলাচি মিলন সংঘ, রামচন্দ্রপুর তরুণ সংঘ, নরেন্দ্রপুর গ্রীন পার্কের পুজো দেখতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
এবার দেখে নেওয়া যাক উত্তর কলকাতার সেরা পুজোগুলি দেখতে হলে কোন কোন মেট্রো স্টেশনে নামতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে শ্রীভূমি স্পোর্টিং, টালা নতুনদল, টালা বারোয়ারি, দমদম পার্ক ভারত সংঘ, দমদম পার্ক তরুণ সংঘ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
এরপরে শ্যামবাজারে নেমে বাগবাজার সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, শোভাবাজারে নামলে শোভাবাজার রাজবাড়ি, কুমোরটুলি, শোভাবাজার সর্বজনীন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
গিরিশ পার্কে নামলে চালতা বাগান, কাশীবোস লেন, এমজি রোডে (মহাত্মা গান্ধি রোড) ১ নং গেট দিয়ে বরোলে চোরাবাগান সর্বজনীনের পুজো ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
৩ নং গেট দিয়ে বরোলে মহম্মদ আলি পার্ক, ৪ নং গেট দিয়ে বেরোলে কলেজ স্কোয়ারের পুজো, শিয়ালদহ স্টেশনে নেমে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
ফুলবাগানে নেমে ১ নং গেট দিয়ে বেরিয়ে সংহাই ক্লাব, ২ নং গেট দিয়ে বেরিয়ে বেলেঘাটা ৩১ পল্লী, নবমিলন দুর্গাপুজো ৷ প্রতীকী ছবি ৷