Mahasaptami: আজ মহাসপ্তমী নবপত্রিকা স্নানে শুরু উৎসবের মেগা আনন্দ পর্ব, জানুন সপ্তমীর নির্ঘণ্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mahasaptami: উৎসবের কাউন্টডাউন চলছে আর মহাউৎসবের মহানন্দে মাতোয়ারা আপামর জনতা
advertisement
1/6

দেবী দুর্গার পুজোর পর্ব হিসেবে মহাসপ্তমীতে নবপত্রিকা স্নান করানো হয়৷ সকালেবেলায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নবপত্রিকা স্নান করানোর পর্ব শুরু হয়ে যায়৷ প্রচলিত কথায় যাকে কলাবউ স্নান করানোও বলা হয়ে থাকে৷
advertisement
2/6
মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচদিন মা দুর্গার আরাধনা করা হয়৷ মহালয়ার পরে দেবীপক্ষের সূচনা হয়৷ আর মা দুর্গার আরাধনা শুরু হয় মহাষষ্ঠীতে দেবীর বোধন ও কল্পারম্ভ দিয়ে৷ Photo -Kaushik Sen
advertisement
3/6
পঞ্জিকা মতে ৩ কার্তিক, ইংরাজির ২১ অক্টোবর, শনিবার - মহাসপ্তমী নির্ঘণ্ট: পূর্বাহ্ণ ৯। ২৮। সপ্তমী রাত্রি ঘ ৭। ২১ পর্যন্ত। শ্রীশ্রী শারদীয়া দুর্গা পুজো। পূর্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৫ গতে পূর্বাহ্ণ মধ্যে)।
advertisement
4/6
দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। দেবীর ঘোটকে আগমন। ফল- ছত্রভঙ্গ। রাত্রি ঘ ১০। ৫৮ গতে ১১। ৪৬ মধ্যে মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা।
advertisement
5/6
এদিকে ষষ্ঠী পেরিয়ে সপ্তমী, পুজোর আনন্দ মানুষের মনে সপ্তম সুরে বাজছে৷ সকাল থেকে দুপুর , দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত সব সময়েই রাস্তায় জনতার ঢল৷
advertisement
6/6
উৎসবের আনন্দ কোনও অংশে যেন মিস না হয়ে যায় তারই লক্ষ্যে অবিরাম আনন্দের সন্ধানে ঘুরে চলেছে মানুষ৷