TRENDING:

Durga Puja Carnival Road: কাল বন্ধ শহরের একাধিক রাস্তা, কতক্ষণ স্থগিত যান চলাচল? কোনদিকে পা বাড়াবেন না জানুন

Last Updated:
Durga Puja Carnival Road: সকাল ৭টা থেকে বেলা ২টো পর্যন্ত প্রয়োজন মতো রেড রোডে যান নিয়ন্ত্রণ করা হবে। বেলা ১২ টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নো পার্কিং।
advertisement
1/8
কাল বন্ধ শহরের একাধিক রাস্তা, কতক্ষণ স্থগিত যান চলাচল? কোনদিকে পা বাড়াবেন না!
আগামিকাল, ২৭ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল। একের পর এক সেরা পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হবে রেড রোডে৷ তবে, এই কার্নিভালের জন‍্য সাধারণ মানুষদের যেন অসুবিধা না হয় সেটার দিকে নজর রাখছে পুলিশ।
advertisement
2/8
কার্নিভাল ট্রাফিক ব্যবস্থা কেমন কোনদিকে? আগামিকালের সমস্ত পরিকল্পনায় শিলমোহর দেওয়ার আগে জেনে নিন বিশেষ নির্দেশিকা।
advertisement
3/8
এজেসি বোস রোডের এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোডে সমস্ত ধরনের পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
4/8
খিদিরপুর রোডের হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত কার্নিভালে অংশ নেওয়া গাড়ি ছাড়া সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে বেলা ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত।
advertisement
5/8
এজেসি বোস রোড ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোডে বেলা ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোনও ধরনের গাড়ি চলবে না। শুধু কার্নিভালের গাড়িতে ছাড় দেওয়া হয়েছে।
advertisement
6/8
স্টিকার দেওয়া গাড়ি মেয়ো রোডে পশ্চিম দিকে চলার অনুমতি রয়েছে। রেড রোড, লাভার্স লেন, ক্যুইন্স ওয়ে, পলাশি গেট, এসপ্ল্যানেড র‍্যাম্পে পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে বেলা ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত।
advertisement
7/8
সকাল ৭টা থেকে বেলা ২টো পর্যন্ত প্রয়োজন মতো রেড রোডে যান নিয়ন্ত্রণ করা হবে। বেলা ১২ টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নো পার্কিং।
advertisement
8/8
নো পার্কিং জোনগুলি হল, গভর্মেন্ট প্লেস ওয়েস্ট বাউন্ড থেকে রানী রাসমণি এসপ্ল্যানেড রো ওয়েস্ট চৌরঙ্গি, জেএল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, ক্যুইন্স ওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, বেন্টিঙ্ক রোডের ওয়েস্ট ফ্ল্যাঙ্ক থেকে সি আর অ্যাভিনিউ ও জি সি অ্যাভিনিউয়ের মধ্যে আরএন মুখার্জি রোডের দু’পাশে হেয়ার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস ওয়েস্ট বাউন্ড।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Durga Puja Carnival Road: কাল বন্ধ শহরের একাধিক রাস্তা, কতক্ষণ স্থগিত যান চলাচল? কোনদিকে পা বাড়াবেন না জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল