TRENDING:

Durga Puja Carnival 2024: গীতিকার মমতার গানই পুজোর 'সেরা'! কার্নিভালে তাল মেলালেন মুখ্যমন্ত্রী, দেখুন ছবি!

Last Updated:
Durga Puja Carnival 2024: শহর জুড়ে কার্নিভাল ম্যানিয়া! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সায়নী ঘোষ, জুন মালিয়া। রচনা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন রেড রোড কার্নিভালে। প্রাক্তন সাংসদ নুসরত জাহানকেও এদিন রেড রোডের মঞ্চে দেখা গিয়েছে। ছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীও। দেখুন উৎসবের ছবি।
advertisement
1/11
গীতিকার মমতার গানই পুজোর 'সেরা'! কার্নিভালে তাল মেলালেন মুখ্যমন্ত্রী, দেখুন ছবি!
রেড রোড রাঙিয়ে অনুষ্ঠিত হল পুজো কার্নিভাল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরাও আলোকিত করলেন এবারের পুজো কার্নিভাল। দেখা গেল টলিউডের বহু চেনা মুখও। সব মিলিয়ে উৎসব শেষে আরও এক জমজমাট উৎসব শহরের বুকে।
advertisement
2/11
সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত ছিলেন রেড রোড কার্নিভালে। প্রাক্তন সাংসদ নুসরত জাহানকেও এদিন রেড রোডের মঞ্চে দেখা গিয়েছে। ছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীও।
advertisement
3/11
২৮ হাজার আমন্ত্রণ পত্র ছাপা হয়েছে এই কার্নিভ্যালের জন্য। জমিদার বাড়ির আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকছে র‍্যাম্প। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা।
advertisement
4/11
নমিতা বিশ্বাস। ওঁর একটা পা অনেকটা ছোট আর দুর্বল। একটুর বেশি হাঁটতে পারেন না। ঠাকুরনগরের স্বনির্ভর গোষ্ঠীর ঝিনুকের গয়নাশিল্পী। সরস মেলায় আবিষ্কার করেছিল রামমোহন সম্মিলনী। এবার পুজোয় ঠাকুরের সব গয়না ওঁর করা। রামমোহন সম্মিলনী। মুখ্যমন্ত্রী প্রশংসা করে ওঁকে একটি ময়ূরপেখমের পাখা দিয়েছেন।
advertisement
5/11
শ্রীভূমির থেকে পাখা চেয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুজিত বসু হাতে তুলে দিলেন কারুকাজ করা পাখা।
advertisement
6/11
শ্রীভূমির হয়ে পা মেলাতে দেখা গেল বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায়কে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করলেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। পরে বরানগরের একটি পুজোর শোভাযাত্রাতেও দেখা যায় স্থানীয় বিধায়িকাকে। নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এবার নৃত্য পরিবেশন করে আলাদা করে নজর কেড়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
7/11
পুজোর কার্নিভালে ‘সেরা গান’ ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা একটি গানকে। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সেই গানটিও এদিন গাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই সেই নাচে কোমর দুলিয়েছেন।
advertisement
8/11
২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম বার কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের আয়োজন হয়। শহরের সেরা পুজোগুলো কার্নিভালে অংশ নেয়। যত বছর ঘুরেছে, কার্নিভাল নিয়ে উন্মাদনা ততই বেড়েছে।
advertisement
9/11
কার্নিভালে শহরের সেরা ৯০টি পুজো অংশ নিয়েছে। রেড রোড দিয়ে প্রতিটি পুজো কমিটি শোভাযাত্রার মাধ্যমে নিজেদের পুজোর থিম ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। গান ও নাচে বহু তারকাকেই অংশ নিতে দেখা যায়।
advertisement
10/11
অন্য দিকে, রানি রাসমণি অ্যাভিনিউতে শুরু হয়েছে ‘দ্রোহের কার্নিভাল’। এই প্রথম শহরের বুকে এমন জোড়া কার্নিভ্যালের ছবি নজরে। মঙ্গলবার অনন্য দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা।
advertisement
11/11
আরজি কর কাণ্ডের বিচার চেয়ে উৎসবের শহরেই চলছে বিদ্রোহ। আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। আসছে তাঁদের অসুস্থতার খবর। সেই ছবিও পাশাপাশি ধরা দিল দ্রোহ কার্নিভালে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Durga Puja Carnival 2024: গীতিকার মমতার গানই পুজোর 'সেরা'! কার্নিভালে তাল মেলালেন মুখ্যমন্ত্রী, দেখুন ছবি!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল