সিঙ্গাপুরের দুর্গাপুজো, দেখুন ছবি
Last Updated:
সিঙ্গাপুরের দুর্গাপুজো, দেখুন ছবি
advertisement
1/4

কথায় বলে বাঙালি যেখানে যায় সেখানেই নিজের সংস্কৃতি ছড়িয়ে দেয় ৷ বিদেশ-বিভুঁই হোক বা ভিন রাজ্য সেখানেও জমিয়ে নিজের সংস্কৃতি, নিজের উৎসব উদযাপন করে ৷ সিঙ্গাপুরে বাঙালি কমিউনিটিও আলাদা নয় ৷
advertisement
2/4
কর্মসূত্রে বিদেশ-ভিনরাজ্যে থাকলেও শিকড়ের টান ভোলে না কেউই ৷ তাই শিকড়ের টানেই দুর্গাপুজোর সময় বাড়ি ফেরে বহু জন ৷ কিন্তু যারা ফিরতে পারে না, তারাও পিছিয়ে থাকতে চায় না ৷ দেশের মাটি ছাড়িয়ে ভিনদেশেও তাই বাঙালির উদ্যোগেই চলছে দুর্গাপুজো ৷
advertisement
3/4
সিঙ্গাপুরের বাঙালি কমিউনিটি কোনও সপ্তাহান্তে নয়, পঞ্জিকা মেনে তিথি মেনেই হয় পুজো ৷
advertisement
4/4
সিঙ্গাপুরেও চলছে মা দুর্গার আরাধনা ৷ বাংলা থেকে কয়েকশো কিমি দূরে অনুভবে, ঢাকের তালে, শঙ্খ ও কাঁসরের আওয়াজে এখানেও জমিয়ে চলছে সপ্তমীর পুজো ৷