Durga Puja Carnival: চমকে ভরা রেড রোডের দুর্গাপুজো কার্নিভাল, ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ দিয়ে শুরু অনুষ্ঠানে আর কী কী পাওনা দর্শকদের?
- Published by:Pooja Basu
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
২০ হাজার দর্শকদের বসার ব্যবস্থা রাখা হচ্ছে রেড রোডে দুদিক জুড়ে কার্নিভাল দেখার জন্য।
advertisement
1/5

প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজো শেষে রয়েছে গ্র্যান্ড কার্নিভাল৷ রেড রোড জুড়ে রয়েছে বিরাট আয়োজন৷ ৯৫ থেকে ১০০টি পুজো কমিটি এবারের কার্নিভালে অংশ নিচ্ছে। (Somraj Bandopadhyay)
advertisement
2/5
প্রত্যেকটি পুজো কমিটিকে দু মিনিট করে সময় দেওয়া হবে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এর জন্য কার্নিভালের মূল মঞ্চের সামনে।
advertisement
3/5
ডোনা গঙ্গোপাধ্যায় নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে কার্নিভাল শুরু হবে।
advertisement
4/5
২০ হাজার দর্শকদের বসার ব্যবস্থা রাখা হচ্ছে রেড রোডে দুদিক জুড়ে কার্নিভাল দেখার জন্য।
advertisement
5/5
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাম্বাসেডারদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে UNICEF-এর প্রতিনিধিদের। রবিবার বিকেল সাড়ে চারটা থেকে শুরু হবে কার্নিভাল।